Connect with us

Sponsored

সেকেন্ডলাইভ ওয়ার্ল্ডের প্রাথমিক ধারণা

Published

on

১ মিলিয়নেরও বেশি মেটাভার্সের বাসিন্দাদের নিয়ে সৃজনশীল ও সৃষ্টিশীল পৃথিবী গড়ার উদ্দেশ্যে আত্মপ্রকাশের অপার সম্ভাবনা দেখার সুযোগ করে দিচ্ছে সেকেন্ডলাইভ ওয়ার্ল্ড। সেকেন্ডলাইভ মেটাভার্স দুনিয়ার নতুন সংযোজন, মেটা দুনিয়ার বাসিন্দাদের মিলনমেলা।

বাইন্যান্স ল্যাবস এর মতো বিনিয়োগকারীদের পৃষ্ঠপোষকতায় ভার্চুয়াল স্পেস তৈরি,  মেটা দুনিয়ায় বড়সড় ইভেন্ট আয়োজন আর অবকাঠামো নির্মাণে পারদর্শী এই সেকেন্ডলাইভ টিম। UGC এবং আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের(AI) সমন্বিত প্রচেষ্টায় সেকেন্ডলাইভ ১ বিলিয়ন লোককে সেবা দিতে পারে এরকম একটি Web3 ওপেন মেটাভার্স তৈরি করতে এগিয়ে যাচ্ছে। 

সেকেন্ডলাইভ ব্যবহারের ক্ষেত্রে চারটি প্রধান মডিউল

১. ড্রেস আপ অবতার(Dress Up Avatar): ব্যবহারকারীরা নিজের ইচ্ছামতো সাজসজ্জা ব্যবহার করে মনের মাধুরি মিশিয়ে অবতার সাঁজাতে পারবেন। 

২. ভার্চুয়াল দুনিয়ায় ভ্রমণ: নিজের খুশিমতো  লবি, গেমস, কনসার্ট, ওয়ার্কশপ এবং অন্যান্য স্থানগুলিতে ভ্রমণ করতে পারবেন অনায়াসে।  

৩. ক্রিয়েটর টুল: মডিউল, ইন্টারেকশন এবং গেমপ্লে অনুসারে কোন ধরনের কোডিং ছাড়াই তৈরি করতে পারবেন নিজের কন্টেন্ট। সরাসরিভাবে স্বয়ংক্রিয় কনফিগারেশনের মাধমেই অনলাইন টুল সংযুক্ত করার সুবিধা। 

৪. ট্রেডিং করুন সেকেন্ডলাইভে: থার্ড পার্টির ডিজিটাল এসেটের মালিকানা আছে এমন যে কেউ সেকেন্ডলাইভ মার্কেটের মাধ্যমে এসেট বা সম্পদ লেনদেন করতে পারেন। 

কী কী থাকছে সেকেন্ডলাইভে?

BNB চেইনের সবচেয়ে সক্রিয় আর স্টাইলিস্ট মেটাভার্স হিসেবে, সেকেন্ডলাইভ সোশ্যাল নেটওয়ার্ক বৃদ্ধির প্রতি বেশি গুরুত্ব দেয়। এখানে আপনি পাচ্ছেন-

১. শক্তিশালী বহন ক্ষমতা: পিসি ক্লায়ন্ট দিয়ে শুরু করার জন্য ডিজাইন করা এই মেটা দুনিয়ায় ১০ হাজার ব্যবহারকারীদের একইসাথে ইভেন্টে থাকার ব্যবস্থা রয়েছে। ২০২২ সালের এপ্রিলে, সেকেন্ডলাইভ সফলভাবে আমেরিকান র‍্যাপ তারকা কোয়্যাভো ( Quavo) মেটাভার্স শো’য়ের আয়োজন করে। এটিই একমাত্র প্রজেক্ট যা একইসাথে ৫০০০ অডিয়েন্স (User) ভার্চুয়াল স্টেডিয়ামে লাইভ শো উপভোগ করে। 

আর সেকেন্ডলাইভ সেটি মাথায় রেখে অডিয়েন্সকে একসাথে মেটাভার্সের ইভেন্টে জায়গা করে দিতে একটি ওয়েবপেজ ড্যাপের পরিবর্তে ১০ হাজার পর্যন্ত ব্যবহারকারীর ধারণক্ষমতার উপযোগী করে ডিজাইন করা হয়েছে। 

২. চিত্রনাট্যের বৈচিত্রতা:  সেকেন্ডলাইভের দৃশ্যপট বা চিত্রনাট্যগুলো অনেকাংশেই বাস্তব জগতের কাছাকাছি। আমাদের প্রতিদিনের জীবনের সাথে ভবিষ্যতে যখন মেটাভার্স আমাদের প্রাত্যহিক জীবনে আরও বেশি যুক্ত হবে, এই ধরনের মেটাভার্সের বাস্তবসম্মত শৈলী আরো ব্যাপকভাবে মেটাবাসীদের কাছে গ্রহণযোগ্যতা পাবে। 

৩. কমার্শিয়াল মোড: সেকেন্ডলাইভ নন-ক্রিপ্টো বিশ্বের সাথে নিজেদের যুক্ত করার লক্ষ্যে বিনোদন শিল্পকে প্রাথমিক লক্ষ্য হিসাবে বেছে নিয়েছে এবং মেটা দুনিয়ার প্রথম পদক্ষেপ হিসেবে এটি বেশ সফলও বলা চলে। সেকেন্ডলাইভ কোয়াভোকে(Quav)৩০ মিনিটের মেটা শো’তে ৪৬ মিলিয়ন ভক্তদের সাথে যুক্ত করে ৫২ হাজারেরও বেশি লাইভ স্ট্রিম দর্শক অর্জন করেছে, যা বাইন্যান্স লাইভের(Binance Live) জন্য একটি রেকর্ড-ব্রেকিং ঘটনা। 

সেকেন্ডলাইভ অ্যাপ্লিকেশনের দৃশ্যপট

 সেকেন্ডলাইভে, ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত ডিজিটাল জীবন তৈরি করতে পারেন। নিজস্ব অবতার তৈরি করাসহ সেখানে থাকার জন্য স্থান বেছে নেয়ার পাশাপাশি, থাকতেও পারেন। বিভিন্ন স্থানে, ব্যবহারকারীরা অবতারের সাথে বিভিন্ন ঘরানার কাজ করতে পারেন। এই অবতারগুলি নির্মাতা এবং ব্যবহারকারীদের তাদের নিজস্ব কন্টেন্ট এবং তাদের নিজের তৈরি করা কন্টেন্ট থেকে প্রফিট করতে সাহায্য করে। দলটি AMA (Ask Me anything), লাইভস্ট্রিমিং, ইন্টার‍্যাকশন, বিনোদন, বন্ধু বানানো, ভার্চুয়াল ওয়ার্ল্ডে স্টেকিংসহ এরকম আরও অনেক কিছু নিয়ে বৈচিত্র্যময় অ্যাপ্লিকেশনগুলোকে আরও ব্যবহার উপযোগী করতে কাজ করে চলেছে।

সেকেন্ডলাইভের ফিচার

একটি স্বাধীন সামাজিক স্থান

সেকেন্ডলাইভ সফলভাবে প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে এখানকার ইউজার বা ব্যবহারকারীরা তাদের Avatar(অবতার) তৈরি করে তাদের সামাজিক যোগাযোগের সকল কার্যকলাপ চালানোর জন্য সেকেন্ডলাইভ জগতের যেকোন সময় যেকোন জায়গায় লগ ইন করতে পারবেন৷। আপনি ভার্চুয়াল জগতে আপনার বন্ধুদের ত্রিমাত্রিক বা থ্রি-ডাইমেনশনাল চরিত্র এবং জীবনধারা দেখতে পারবেন এবং তার পাশাপাশি আপনি তাদের লাইক, মন্তব্য এবং শেয়ার করে আপনার উপস্থিতি জানান দিতে পারবেন।  সেকেন্ডলাইভের স্বাধীন বাসিন্দারা “মাইনক্রাফট” এর মতো জিনিসপত্র তৈরি করতে পারবেন। এছাড়াও তারা এসেট অথবা বিভিন্ন, শিল্পকর্মও তৈরি করতে পারবেন। সেকেন্ডলাইভ দুনিয়ায় সেখানকার ব্যবহারকারী  বা বাসিন্দাদের তৈরি সম্পদ তাদের নিজস্ব সম্পদ বলেই বিবেচিত হবে। তারা এগুলোকে বিভিন্ন সময়ে  ট্রেডিং, লিজিং, বরাদ্দ দেয়া, প্রদর্শন করার কাজেও ব্যবহার করতে পারবেন।

শুধু তাই নয়,  “অ্যানিমাল ক্রসিং” গেমে মানুষজন যেভাবে ইন্টারঅ্যাক্ট করে ঠিক একইভাবে ইন্টারএ্যাক্ট করতে পারবেন। খেলোয়াড়রা যদি ছুটির দিনের ব্যবস্থা করতে চায়, তাহলে তারা সেকেন্ডলাইভেও তাদের সম্মতিক্রমে ছুটি উদযাপন করতে পারেন।  

ওপেন গেম ওয়ার্ল্ড এবং এন্টারটেইনমেন্ট

সেকেন্ডলাইভের বাসিন্দারা তাদের প্রাথমিক কাজগুলো শেষ করার পর, সেকেন্ডলাইভ মেটাভার্সের সাথে আরও নিজেদের আরও যুক্ত করার জন্য একটি এন্ট্রি পয়েন্ট হিসাবে গেমপ্লে দিয়ে থাকে। ৫০ বছর আগে ARPNET জন্মের পর থেকে, গুটেনবার্গ গ্যালাক্সিতে “গ্লোবাল ভিলেজ” সম্পর্কে মার্শাল ম্যাকলুহানের স্বপ্ন ধীরেধীরে বাস্তবায়িত হয়েছে। ৭.৫ বিলিয়ন লোক অনলাইনে সার্ফ করতে পারে এবং এরকম বিপ্লবী সময়ের পর  ইন্টারনেটে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নত এপ্লিকেশনগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটি হল গেমিং৷ পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে বিশ্বে ২.৭  বিলিয়নেরও বেশি ইলেকট্রনিক গেম প্লেয়ার আছে এবং অপর প্রান্তের খেলোয়াড়রা গেমের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। সাম্প্রতিক বছরগুলিতে, মেটাভার্স জগতে গেম-ভিত্তিক ফিচার সর্বত্র দেখা যায়।

“সোর্ড আর্ট অনলাইন”, “অ্যাকসেল ওয়ার্ল্ড”, থেকে “রেডি প্লেয়ার ওয়ান” পর্যন্ত সবগুলো গেমই মূলধারার দর্শকদের মনযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এগুলো মূলত বিশ্বকে মেটাভার্স গেমগুলি কতটুকু সম্ভাবনাময় সেটাই দেখিয়েছে৷অনুদিকে,  “ফর্টনাইট”-এ ট্র্যাভিস স্কটের কনসার্টে মানুষের প্রতিক্রিয়া আর উপস্থিতিই স্পষ্টভাবে জানান দেয় মানুষ এটা নিয়ে কতোটা উন্মুখ।

সেকেন্ডলাইভ দুনিয়ার বাসিন্দারা সেকেন্ডলাইভ পরিচালনার পাশাপাশি গেমের নিয়ম সেট করতে পারবেন। এছাড়াও, সেকেন্ডলাইভ সিনেমা, সঙ্গীতসহ NFT জেনারেট করারও সুযোগ রয়েছে। । টেক্সট, সেইসাথে থিয়েটার এবং কারাওকে রুমের মতো বিনোদনের স্থানগুলি তো থাকছেই।  আপনি যখন বিভিন্ন কারণে বাইরে যেতে পারবেন না, তখনও আপনি সেকেন্ডলাইভে অডিও ভিজ্যুয়াল বিনোদন উপভোগ করতে পারবেন। যে সিনেমাগুলি অফলাইনে চালানো যায় না, প্রযোজকদের সাথে সমন্বয় করে সেসব মুভির টিকেট সেকেন্ডলাইভে পাওয়ার মতো ব্যবস্থা করার ব্যবস্থা থাকবে। সেকেন্ডলাইভ দুনিয়া তৈরি করতে তৈরি করতে প্রথমদিকের ব্যবহারকারীদের অংশগ্রহণ করার জন্য প্রাথমিক পুরষ্কার ও দেয়া হবে। 

অনলাইনে কাজ এবং অধ্যয়ন

খেলার নিয়ম প্রণয়ন এবং আইটেম ট্রেডিং-এর পর যখন আরো সুসংগঠিত হবে এরপর, সেকেন্ডলাইভে একটি তূলনামূলক স্থিতিশীল ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গঠনের দিকে নজর দিবে। করোনা মহামারীর পর থেকে “ওয়ার্ক ফ্রম হোম” বা “অনলাইন অফিস” বেশ জনপ্রিয় আইডিয়া ও একমাত্র মাধ্যম হয়ে উঠেছিল। সেকেন্ডলাইভে ভার্চুয়াল চরিত্র ও কোম্পনির ভবন তৈরি জন্য এটি হতে পারে বেশ ভালো একটি কাজের জায়গা। মিটিং ও এই ধরনের কাজকে আরো সহজাত করতে পারে সেকেন্ডলাইভ।এই ধরনের জগতে রিয়েল এস্টেটের ভালো একটি চাহিদা থাকে স্বাভাবিকভাবেই, সেটির জন্যেও সেকেন্ডলাইভ হতে পারে সেরা একটা মাধ্যম। এছাড়াও শিক্ষাখাত, বিভিন্ন ধরনের রিসার্চ ওয়ার্কসহ অনলাইনের বিভিন্নরকম কাজের সুযোগ করে দিতে পারে এটি। শিক্ষাজীবন আর ব্যক্তিগত জীবন আলাদা রেখে ভিন্ন ভিন্ন অবতারের মাধ্যমে এই দুনিয়াকে আরো মজাদার ও সহজ করার পরিকল্পনা ও রয়েছে। 

অনলাইন শপিং

সেকেন্ডলাইভে বেঁচে থাকার যেসব প্রাথমিক জিনিস দরকার ওসবের দুশ্চিন্তার কোন ব্যাপার নেই।ব্যবহারকারীদের ইচ্ছানুযায়ী  সেকেন্ডলাইভে NFT  বা তার মতো ডিজিটাল এসেটগুলো  তৈরি, প্রদর্শন এবং ট্রেডিং করার ব্যবস্থা থাকবে। তারা তাদের সম্পদ এবং অন্যান্য কন্টেন্টগুলো অন্যদের কাছে দেখাতে পারে৷ তারা তাদের নিজেদের সাথে মিলেমিশে ডিসপ্লে ওয়াল, শপিং মল তৈরি করতে পারবে।গান বা একটি ছবি থেকে শুরু করে তাদের তৈরি যেকোন ধরনের কাজের প্রদর্শনীর ব্যবস্থা করতে পাএবে এবং এখানে কোন মধ্যস্বত্বভোগী থাকবেনা। 
একটি পণ্যের টোকেনাইজেশনের পরে, পণ্যটির লিকুইডিটি সেকেন্ডলাইভ প্ল্যাটফর্ম থেকে অন্যান্য প্লাটফর্মে প্রদর্শণ করানো গেলে সেটি আরো প্রচারণা পাবে৷ 

এভাবেই বিভিন্ন ইম্প্রোভাইজেশনের মাধ্যমে সেকেন্ডলাইভ তার অগ্রযাত্রা তরান্বিত করবে। 
সেকেন্ডলাইভ টিম সবসময়ই চেষ্টা চালিয়ে যাবে কিভাবে এর ব্যবহারকারীদের আরো স্বাধীন ও সুশৃঙ্খলভাবে এগিয়ে নেয়া যায়। 

সেকেন্ডলাইভের সোশ্যাল মিডিয়া

ওয়েবসাইট- secondlive.world
বিটকয়েনটক- https://bitcointalk.org/index.php?topic=5441667.0
টেলিগ্রাম- http://t.me/SecondLiveCommunity
টুইটার- https://twitter.com/SecondLiveReal

ট্রেন্ডিং পোস্ট

Copyright 2021-23. All rights reserved © coinalap.com

আমাদের সংবাদ সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন।