Connect with us

ক্রিপ্টোকারেন্সির খুটিনাটি

Cryptocurrency meaning in Bengali । ক্রিপ্টোকারেন্সির বাংলা অর্থ কি

Published

on

গুগলে ক্রিপ্টোকারেন্সি নিয়ে জিজ্ঞাসিত প্রশ্নগুলোর মধ্যে Cryptocurrency meaning in Bengali প্রশ্নটা সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্নগুলোর মধ্যে অন্যতম। এই ইংরেজি বাক্যটির সহজ অনুবাদ বললে হবে ক্রিপ্টোকারেন্সির বাংলা অর্থ কি? চলুন সে নিয়েই আজকে আলোচনা করা যাক।

Cryptocurrency meaning in Bengali

Cryptocurrency meaning in Bengali এর বাংলা কি সেটা তো আগেই শেয়ার করলাম। চলুন এইবার জেনে নেয়া যাক ক্রিপ্টোকারেন্সির বাংলা অর্থ আসলেই কি? ক্রিপ্টোকারেন্সিকে অনেক সময় অনেকেই ক্রিপ্টো বলে থাকে। এইটার অর্থ অনেকেই গোপন মুদ্রা বলে থাকে যা সম্পূর্ণ ভুল। ক্রিপ্টোকারেন্সিকে গোপন মুদ্রা বলা যাবে না। গোপন মুদ্রা ক্রিপ্টোকারেন্সিতে আছে। মনেরো, ডিপ-অনিয়ন কিংবা এইরকম আরো কিছু ক্রিপ্টোকারেন্সি আছে যেগুলোকে বলা হয় প্রাইভেসি কয়েন কারন এইগুলোর লেনদেনের তথ্য আপনি চাইলে কাউকে না দেখিয়ে করতে পারেন। পক্ষান্তরে, যেসব ক্রিপ্টোকারেন্সি প্রাইভেসি কয়েন নয়, সেগুলোর লেনদেনের তথ্য ব্লকচেইনে উন্মুক্ত থাকে। যে কেউ সেগুলো দেখতে পারে। তার মানে আমরা যদি ক্রিপ্টোকারেন্সিকে গোপন মুদ্রা বলি সেটা আসলে একদম ভুল প্রয়োগ হবে। প্রাইভেসি কয়েনগুলোকে আমরা গোপন মুদ্রা বলতে পারি।

Cryptocurrency meaning in Bengali

এখন আসি অনেকের বলা সাংকেতিক মুদ্রা। এইটা আসলেই কি সাংকেতিক মুদ্রা? আমার কাছে এই অর্থ ব্যবহার একদম বোধগম্য নয়। ক্রিপ্টোকারেন্সি লেনদেনের জন্য এড্রেস ব্যবহার করা হয়। আমরা ব্লকচেইনের সাহায্যে সব দেখতে পারি। শুধুমাত্র এই মুদ্রার অস্তিত্ব বাস্তব জগতে নেই (হাতে ধরতে না পারা অর্থে) বলে আমরা এইটাকে কিভাবে সাংকেতিক মুদ্রা বলব?

অনেকেই আবার ডিজিটাল কিংবা ভার্চুয়াল মুদ্রা বলে থাকেন। এইটার সাথে অনেকটা একমত আমি। ক্রিপ্টোকারেন্সিকে ডিজিটাল বা ভার্চুয়াল কারেন্সি বলা যায় কিন্তু ক্রিপ্টোকারেন্সির অর্থ বলা যায় না আসলে। ক্রিপ্টোকারেন্সির আভিধানিক অর্থের বিচারে যদি আমরা এর অর্থ বের করতে যাই তাহলে কিন্তু আমরা আসলে ক্রিপ্টোকারেন্সির ভুল অর্থ প্রয়োগ করবো। পক্ষান্তরে, এইখানে প্রয়োগ করার মত আক্ষরিক কোন অর্থও বাংলা অভিধানে আছে বলে আমার জানা নেই। যেহেতু, বাংলা ভাষাভাষীর কেউ এইসব নিয়ে খুব একটা কাজ করে নি, তাই এর সঠিক কোন অর্থও আসলে কোথাও পাওয়া যায় না।

তাহলে ক্রিপ্টোকারেন্সি এর বাংলা কি? কিংবা কি বলা উচিত। যেহেতু বর্তমানে প্রচলিত সব অর্থের ব্যাখ্যা আমরা দেখেছি এবং সেখান থেকে কোনটাই আমাদের কাছে সঠিক বলে মনে হয় নি, তাই আমাদের উচিত এইটাকে যেভাবে আছে সেভাবেই রেখে দেয়া। অর্থাৎ, ক্রিপ্টোকারেন্সির বাংলা অর্থ হবে ক্রিপ্টোকারেন্সি, মানে এই শব্দটাকে বাংলায় সরাসরি প্রয়োগ করাটাই শ্রেয়। পাঠকদের কাছে যদি এর চেয়ে ভালো এবং গ্রহণযোগ্য মতামত থাকে নিচে আমাদের সাথে শেয়ার করতে পারেন।

Continue Reading
Advertisement
Click to comment

মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং পোস্ট

Copyright 2021-23. All rights reserved © coinalap.com

আমাদের সংবাদ সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন।