Connect with us

ক্রিপ্টোকারেন্সি নিউজ

৫৫০০ ডলারে NFT বিক্রি করলেন বলিউড অভিনেতা ভিশাল মালহোত্রা

Published

on

ভিশাল মালহোত্রার NFT
Content Protection by DMCA.com

ভারতীয় অভিনেতা এবং জনপ্রিয় উপস্থাপক ভিশাল মালহোত্রা সম্প্রতি ৫৫০০ ডলারে একটি NFT বিক্রি করেন। চিত্রশিল্পী ইশিতা ব্যানার্জীর সহায়তায় ভিশাল এই Non Fungible Token (NFT) তৈরী করেন । বলিউডের এই অভিনেতা এখন প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে NFT উন্মোচন করার কীর্তি গড়েছেন। তার এই NFT টি তার ২৫ বছরের ক্যারিয়ারের জনপ্রিয় চরিত্রগুলোকে তুলে ধরে যেখানে ব্যাকগ্রাউন্ডে রয়েছে তার নিজের কন্ঠে গান। তার এই NFT টি ২.৫ ইথারে বিক্রি হয়েছিল যা বর্তমানে প্রায় ৫৫০০ ডলার।

NFT হল চিত্রকর্মের ডিজিটাল মালিকানা যেখানে NFT ক্রয় করতে ব্যবহার করা হয় ক্রিপ্টোকারেন্সি। এ বছরের মার্চ মাসে টুইটারের স্থপতি তার প্রথম টুইটের সত্ত্ব NFT এর মাধ্যমে বিক্রি করেন ২.৯ মিলিয়ন ডলারের বিনিময়ে। এর পর থেকেই NFT এর জনপ্রিয়তা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে।

ভিশাল মালহোত্রার NFT টি নিলামে উঠার ১ ঘন্টা পরেই ০.৫ ইথারের বিড করে একজন। পরবর্তীতে @Zilliqa নামের একজন ব্যবহারকারী সেটা ২.৫০ ইথারে পেয়ে যায়। প্রসঙ্গত, ভিশালের এই NFT টি ফাউন্ডেশন(ডট)এপ তথা @withFND প্লাটফর্মের মাধ্যমে লিস্টিং এবং বিক্রি করা হয়।

ভিশাল মালহোত্রার NFT
সোর্স- http://foundation.app

Content Protection by DMCA.com

ট্রেন্ডিং পোস্ট

Copyright 2021-22. All rights reserved.

আমাদের সংবাদ সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন।