ক্রিপ্টোকারেন্সি সংবাদ
পলি নেটওয়ার্কের হ্যাকার ফান্ড ফেরত দিতে দেরী করার হুমকি

এ মাসের দ্বিতীয় সপ্তাহে টোকেন সোয়াপিং প্লাটফর্ম পলি নেটওয়ার্ক বড় ধরনের হ্যাকিংয়ের শিকার হয়। হ্যাকাররা প্রায় ৬০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের টোকেন হ্যাক করে। হ্যাকার সম্প্রতি এক মেসেজের মাধ্যমে কমপক্ষে ১ সপ্তাহ পর ফান্ড ফেরত দেবে বলে হুমকি দিয়েছেন।
হ্যাকিংয়ের ঘটনা থেকে এখন ১ সপ্তাহ অতিবাহিত হয়েছে এবং এই প্লাটফর্মের সাথে জড়িত কর্মকর্তারা লুটকৃত টোকেন ফেরত দেওয়ার জন্য অনুরোধ করেছে। লুটকৃত টোকেন ফেরত দেওয়ার জন্য তারা একটি নির্দিষ্ট একাউন্ট তৈরি করেছিলেন। কিন্তু সেখানে হ্যাকারসহ একাধিক ব্যাক্তির ডিজিটাল স্বাক্ষর এবং হ্যাকারের সহযোগিতা প্রয়োজন হওয়ায় সেটি সম্ভবপর হয়ে ওঠেনি।
এদিকে হ্যাকার এক বার্তায় বলেছেন, ‘ এই সপ্তাহের মধ্যে আমরা টোকেনের ‘প্রাইভেট কী’ প্রকাশ করতে আগ্রহী নই।’
এই বার্তার প্রতিত্তুরে পলি নেটওয়ার্ক টিম জানায়, ‘ আমরা এখনো অপেক্ষা করছি যে, আপনি টোকেনের প্রাইভেট কী এই সপ্তাহের মধ্যে আমাদের কাছে সরবরাহ করবেন। কারন হাজার হাজার গ্রাহক অপেক্ষা করছে তাদের মুলধন ফেরত পাওয়ার জন্য।’
‘যত দ্রুত এই সমস্যার সমাধান হবে, তত বিনিয়োগকারীরা আমাদের প্রতি আস্থা রাখতে পারবে।’
পলি নেটওয়ার্কের মধ্যস্থতাকারী হ্যাকারকে ‘ মি. হোয়াইট হ্যাট’ বলে সম্বোধন করে এবং তাদের প্রকল্পে নিরাপত্তাজনিত যেসব ত্রুটি রয়েছে সেগুলোর ধারাবাহিক তালিকা দেওয়ার অনুরোধ করে।
ক্রিপ্টোদুনিয়ায় হ্যাকারকে বাউন্টি রিওয়ার্ড হিসেবে ৫ লক্ষ ডলার দেওয়ার কথা ভেসে বেড়াচ্ছে। পলি নেটওয়ার্ক টিম গোপনে এই ডলার হস্তান্তর করেছে বলে বিভিন্ন ক্রিপ্টো ওয়েবসাইট
প্রকাশ করছে। যদিও সেটার কোনো ডকূমেন্ট তারা সেসময় দেখাতে পারেনি। তবে গত বুধবার পলি নেটওয়ার্ক লেনদেনের বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমরা ১২০ ইথেরিয়াম দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে নিয়েছি। তবে সেটি এখনো হস্তান্তর হয়নি।’
এদিকে বার্তা সংস্থা রয়টার্স নতুন তথ্য প্রকাশ করেছে। রয়টার্সের মতে, হ্যাকার ৩৪০ মিলিয়ন মার্কিন ডলার মুল্যের টোকেন পলি নেটওয়ার্কের কাছে হস্তান্তর করেছে। ডিজিটাল বার্তার মাধ্যমে হ্যাকার জানায় এই ধরনের হ্যাকিং তারা শুধুমাত্র মজার জন্য করে এবং মুলধন নেওয়ার কোনো ইচ্ছা তাদের নেই। তারা মুলধন ফেরত দিতে আগ্রহী।
-
বিটকয়েন2 years ago
বিটকয়েন মাইনিং কি, বিটকয়েন মাইনিং কিভাবে শুরু করা যায়?
-
অল্টকয়েন2 years ago
হার্ডওয়্যার ওয়ালেট কি? সেইফপাল হার্ডওয়্যার ওয়ালেট রিভিউ
-
ক্রিপ্টোকারেন্সি সংবাদ2 years ago
৫৫০০ ডলারে NFT বিক্রি করলেন বলিউড অভিনেতা ভিশাল মালহোত্রা
-
ইথেরিয়াম2 years ago
জিপিউ মাইনিং – ইথেরিয়াম মাইনিং
-
অল্টকয়েন2 years ago
ডজকয়েন (DOGE)- নতুনদের জন্য গাইডলাইন
-
ইথেরিয়াম2 years ago
মাইনিং লাভজনক কি? ইথেরিয়াম মাইনিং এর বিস্তারিত
-
বিটকয়েন2 years ago
বিটকয়েন ওয়ালেট কি, হোল্ড করতে কোন ওয়ালেট ব্যবহার করা উচিত?
-
ক্রিপ্টোকারেন্সি সংবাদ2 years ago
জুলাই মাসে ৪১০০০ গ্রেস্কেল বিটকয়েন আনলক