Connect with us

ক্রিপ্টোকারেন্সি নিউজ

১০ মিলিয়ন ডলার সমমুল্যের বিটকয়েন ক্রয় করল মাইক্রোস্ট্রাটেজি

Published

on

সম্প্রতি ইলন মাস্ক তথা টেসলার বিটকয়েন বিক্রির গুজব ছড়ানোর পর বিটকয়েনের দাম কমেছে প্রায় ২০%। যদিও গতকাল ইলন মাস্ক টুইট করেছেন যে টেসলা কোন বিটকয়েন বিক্রি করে নি। তবে সাম্প্রতিক এই ডাম্পের সুযোগ নিয়েছেন মাইক্রোস্ট্রাটেজি। তারা সম্প্রতি $১০ মিলিয়ন খরচ করে কিনেছেন আরো ২২৯ টি বিটকয়েন। মাইক্রোস্ট্রাটেজি এইবারের বিটকয়েন ক্রয় করেছেন গড়ে প্রায় $৪৩৬৬৩ প্রতি বিটকয়েন। এ নিয়ে তাদের সর্বমোট বিটকয়েন হোল্ডিং এর পরিমান দাড়াল ৯২০৭৯ টি বিটকয়েন।


বলা বাহুল্য, মাইকেল সেইলর (সিইও- মাইক্রোস্ট্রাটেজি) ২০২০ এর আগস্ট মাস থেকে বিটকয়েন ক্রয় শুরু করেন এবং সর্বপ্রথম তারা গড়ে প্রতি বিটকয়েন $১১৬৫৩ ডলার করে ২১৪৫৪ টি বিটকয়েন ক্রয় করেন। এর পর থেকে সে প্রায় প্রতিটা ডিপ/ডাম্পেই বিটকয়েন ক্রয় করেছেন। আজকের ২২৯ টি বিটকয়েন ক্রয় করার পর গড়ে প্রতি বিটকয়েন এর দাম $২৪৪৫০, বর্তমানে তাদের পোর্টফলিও প্রায় দ্বিগুন হয়েছে।

ট্রেন্ডিং পোস্ট

Copyright 2021-23. All rights reserved © coinalap.com

আমাদের সংবাদ সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন।