Connect with us

অল্টকয়েন

শিবেরিয়াম বিটা চালু হতে পারে পরের সপ্তাহে? গুজব নাকি সত্য?

Published

on

SHIB এর নতুন আপডেট শিবেরিয়াম (Shibarium) পাবলিক বিটা টেস্টনেট নিয়ে ক্রিপ্টো ইউজাররা বেশ আগ্রহী। শিবেরিয়াম হলো একটি লেয়ার টু নেটওয়ার্ক যা শিবা ইনু নির্ভর টোকেন যেমন (SHIB, LEASH, BONE) অতিদ্রুত গতিতে লেনদেন করতে পারবে। এর ফলে শিবা ইনুর লেনদেন ফিও কমবে আবার ইথেরিয়াম ব্লকচেইনেই উপর নির্ভরতাও কমবে।

বর্তমানে শিবেরিয়াম আপডেট নিয়ে ক্রিপ্টো মহল বেশ রমরমা হয়ে উঠেছে। এক সপ্তাহের মধ্যে এটি চালু হতে পারে এমন নিউজ টুইটার সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটি সত্য নাকি গুজব তা এখানো কেউ জোড়ালে ভাবে বলতে পারে নি। তবে অনেকে মনে করছেন এটি খুব তাড়াতাড়িই চালু হতে পারে।

ShibaSwap এর লিড ডেভোলপার Shytoshi Kusama, Shibarium পাবলিক বিটা টেস্টনেট নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। এমনকি টেলিগ্রাম, ডিসকর্ড বা অন্যান্য সোশ্যাল মিডিয়া চ্যানেলে এ নিয়ে কোনো আপডেট দেয়া হয়নি।

জনপ্রিয় এই মিম কয়েনটি $7,248,311,891 মিলিয়ন মার্কেটক্যাপে ১৩ তম বৃহওম ক্রিপ্টোকারেন্সিতে অবস্থান করছে। বর্তমানে এই কয়েনটি $0.00001322 ডলারে ট্রেড হচ্ছে এবং গত 24 ঘন্টায় এটির মূল্য 0.03% ডাউন হয়েছে।

আমাদের সংবাদ সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন-  https://t.me/coinalapnews

Continue Reading
Advertisement
Click to comment

মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং পোস্ট

Copyright 2021-23. All rights reserved © coinalap.com

আমাদের সংবাদ সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন।