মালয়েশিয়ার যোগাযোগ মন্ত্রণালয়ের উপমন্ত্রী জাহিদি জয়নুল আবিদিন সোমবার সংসদে বলেছেন, তিনি সরকারকে বিটকয়েনের মতো ক্রিপ্টো মুদ্রাকে আইনত স্থানান্তর যোগ্য হিসাবে গ্রহণ করার প্রস্তাব দিয়েছেন ।
জাহিদি বলেছেন, “আমরা আশা করি সরকার এটির অনুমতি দিবে। আমরা কীভাবে এটিকে বৈধ করতে পারি তা দেখার চেষ্টা করছি যাতে আমরা ক্রিপ্টোতে যুবদের অংশগ্রহণ বিকাশ করতে পারি এবং তাদের সহায়তা করতে পারি।”
তিনি আরো বলেন, ক্রিপ্টো কারেন্সি দেশের কেন্দ্রীয় ব্যাংক এবং সিকিউরিটিজ কমিশনের আওতায় পড়ে।
ইতিপূর্বে দক্ষিণ আমেরিকার দেশ এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকিলি ২০২১ সালের ৭ সেপ্টেম্বর বিটকয়েনকে লিগ্যাল টেন্ডার ঘোষণা করে আইন পাশ করেন। প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত দেশটির ১,৮০১ বিটকয়েন রয়েছে যার বর্তমান মূল্য $৬৬ মিলিয়নেরও বেশি।