Connect with us

ক্রিপ্টোকারেন্সি নিউজ

মাইকেল সেইলরকে সাতশি নাকামতো দাবি, তিনি পুনরায় ক্রয় করলেন ১৩০০৫ বিটকয়েন

Published

on

সম্প্রতি মাইক্রোস্ট্র্যাটেজি আরো ১৩০০৫ টি বিটকয়েন ক্রয় করেছে। বর্তমানে তাদের সংরক্ষনে রয়েছে মোট ১০৫০৮৫ টি বিটকয়েন।
সাম্প্রতিক কেনা এই বিটকয়েনগুলোর গড়ে মুল্য ছিল ৩৭৬১৭ ডলার। এ নিয়ে তারা সর্বমোট ২.৭৪ বিলিয়ন ডলারের বিটকয়েন ক্রয় করেছেন এবং তাদের কেনা বিটকয়েনের গড় মুল্য এখন প্রায় ২৬ হাজার ডলার।

বিটকয়েনের বিনিইয়োগ করা পাবলিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাইক্রোস্ট্র্যাটেজি অন্যতম। এর আগে তারা সর্বপ্রথম ১১০০০ ডলার দামে কেনা শুরু করেন এবং কিছুদিন পরপর তারা বিটকয়েন ক্রয় করতে থাকেন। সম্প্রতি তারা কমার্সিয়াল পেপার এর মাধ্যমে টাকা উত্তোলন করেও বিটকয়েনে বিনিয়োগ করেছিলেন। সর্বোচ্চ ৫৭০০০ ডলার প্রতি বিটকয়েন ক্রয় করেছেন।

মাইক্রোস্ট্র্যাটেজির সিইও মাইকেল সেইলর বিটকয়েন নিয়ে অনেক প্রচারনা চালান। বেশকিছু শিক্ষামুলক তথ্যও তিনি তার টুইটারে শেয়ার করেন। আজ এক টুইটে বাইন্যান্সের সিইও বলেছেন মাইকেল সেইলরই নাকি সাতোশি নাকামত। যদিও তিনি টুইট এ এও বলেছেন সত্যি না ও হতে পারে, আমি এই মাত্র শুনলাম মাইকেল সেইলরই সাতশি।

ট্রেন্ডিং পোস্ট

Copyright 2021-23. All rights reserved © coinalap.com

আমাদের সংবাদ সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন।