Connect with us

গাইডলাইন

বিটকয়েন ব্যবসা কিভাবে করা যায়?

Published

on

বিটকয়েন ব্যবসা

বিটকয়েন দিয়ে ব্যবসা করে অনেকেই হয়েছেন কোটিপতি। এই বাক্যটা অনেকেই শুনেছেন মনে হয়। বিশেষ করে বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোর কারণে।

বিটকয়েন ব্যবসা বা বিটকয়েন দিয়ে ব্যবসা আসলেই কি? বাংলাদেশ থেকে বিটকয়েন ব্যবসা করা যায় কি না কিংবা বিটকয়েন দিয়ে বাংলাদেশে থেকে কি কি উপায়ে ইনকাম/আয় করার সুযোগ রয়েছে এই সব কিছু নিয়ে আমাদের এই আর্টিকেল। এই আর্টিকেল শেষে আপনি জানতে পারবেন বিটকয়েন দিয়ে বাংলাদেশে কি কি উপায়ে ইনকাম করা যায়। এর পাশাপাশি অন্যান্য ক্রিপ্টোকারেন্সি আয় এর উল্লেখও থাকবে যা অতি প্রাসঙ্গিক।

বিটকয়েন ব্যবসা আসলে কি?

আমি আগেই বলেছি এই টার্মটা বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোর কারনেই পরিচিত হয়েছে, তবে বিটকয়েন ব্যবসা বলতে আসলে কোন টার্ম হয় না। তার মানে এই না যে আপনি বিটকয়েন দিয়ে কোন ব্যবসা করতে পারবেন না। “বিটকয়েন ব্যবসা” এই টার্মটা আসলে ভুল প্রয়োগ। এটা হবে বিটকয়েন দিয়ে ব্যবসা। বিটকয়েন দিয়ে ব্যবসা মানে কি? এর মানে হল বিটকয়েন ব্যবহার করে কোন ব্যবসা। কিংবা বিটকয়েনকে ঘিরে যেসব ব্যবসায়িক সম্ভাবনা রয়েছে সেগুলোই বিটকয়েন ব্যবসা (বিটকয়েন দিয়ে ব্যবসা)।

বিটকয়েন দিয়ে যেসব ব্যবসা করা যায়

বিটকয়েনকে ঘিরে বর্তমানে অনেক ধরনের সুযোগ রয়েছে যেগুলোকে আপনি কাজে লাগিয়ে অনলাইন থেকে কিছু বাড়তি ইনকাম করে নিতে পারেন। আপনি কোন ধরনের বিটকয়েন ব্যবসায় জড়াবেন সেটা আপনার একান্তই নিজের ব্যাপার এবং অবশ্যই সকল ঝুঁকি আপনার। আমরা নিচে কিছু বিটকয়েন ব্যবসা এর কথা তুলে ধরছি যা আপনি বাংলাদেশে বসেই করতে পারবেন।

বিটকয়েন এ বিনিয়োগ করে ব্যবসা করুন

বিটকয়েন এ বিনিয়োগ বর্তমানে একটা বহুল পরিচিত এবং জনপ্রিয় বিটকয়েন ব্যবসা। বিটকয়েন এর দাম প্রতি মুহুর্তে কমে এবং বৃদ্ধি পায়। আপনি যদি ভবিষ্যতে বিটকয়েন এর দাম কত হবে সেটা অনুমান করতে পারেন তাহলে আপনি বিটকয়েন এ বিনিয়োগ করতে পারেন। পরবর্তীতে যখন কয়েন এর দাম বৃদ্ধি পাবে তখন আপনার কাছে থাকা কয়েন বিক্রয় করে আপনি লাভ করতে পারেন। বিটকয়েন দিয়ে ব্যবসা মানেই কিন্তু এই ব্যাপারটা থাকছে। কারণ আপনি বিটকয়েন দিয়ে অন্যান্য ব্যবসা করলেও আপনাকে এই প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। বিটকয়েন ক্রয় বিক্রয়ে আপনাকে কিছু ব্যাপারে অবশ্যই কিছু সতর্কতা মেনে চলতে হবে। যেমন বিটকয়েন থেকে বিকাশ কিংবা বিকাশ থেকে বিটকয়েন এ কনভার্ট করতে আপনার অবশ্যই উচিত বাইন্যান্স এক্সচেঞ্জের পিটুপি ব্যবহার করা। এছাড়া, বিটকয়েন ওয়ালেট নির্বাচন এর ক্ষেত্রেও আপনাকে সতর্কতা অবলম্বন করা উচিত।

বিটকয়েন ডলার ক্রয় বিক্রয়ের ব্যবসা

বিটকয়েন ব্যবসার মধ্যে বাংলাদেশ এ সবচেয়ে জনপ্রিয় ব্যবসা হচ্ছে একজন ডলার ক্রয় বিক্রয়ের ডিলার হওয়া। মানে যাদের ডলার লাগবে তাদেরকে ডলার দেওয়া আর যারা ডলার বিক্রয় করবে তাদের কাছ থেকে ডলার ক্রয় করা। এই ব্যবসাটি আগে অনেক লাভজনক ছিল তবে বর্তমানে বাইন্যান্স এবং অন্যান্য কিছু এক্সচেঞ্জের পিটুপি সার্ভিস আসার পর থেকে লাভের হার কমে গিয়েছে অনেকাংশেই তবে জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে আরো বেশি। যদিও আগে অনেক জটিল ছিল ব্যাপারটি। বিভিন্ন কম্যুনিটিতে বিশ্বস্ততা অর্জন করার পরেই কেবল আপনি বড় লেনদেন করতে পারতেন কিন্তু বর্তমানে যে কেউ বাইন্যান্স এর সাহায্যে করতে পারে। প্রথমেই, আপনাকে বাইন্যান্স একাউন্ট খুলতে হবে। তারপর, ডলার এর দাম পর্যালোচনা করে যখন ডলারের দাম কম মনে হবে তখন আপনি ডলার ক্রয় করবেন। আর যখন ডলারের দাম বৃদ্ধি পাবে তখন বিক্রয় করবেন। এছড়াও, আপনি চাইলে বাইন্যান্স পিটুপিতে মার্চেন্ট হিসেবে কাজ করতে পারেন। মার্চেন্টদের জন্য রয়েছে বাড়তি কিছু সুবিধা।

এছাড়াও, আপনি একটি ওয়েবসাইটের মাধ্যমে বিটকয়েন ক্রয় বিক্রয় করতে পারেন যদিও বাইন্যান্স পিটুপি আসার পর থেকে বর্তমানে এর জনপ্রিয়তা অনেক কমে গিয়েছে।

ডলার এক্সচেঞ্জের বিটকয়েন ব্যবসা

বিটকয়েন দিয়ে মোবাইল রিচার্জ

আন্তর্জাতিক অনেকগুলো ওয়েবসাইট ক্রিপ্টোকারেন্সি এর বিনিময়ে মোবাইল রিচার্জ দিলেও, বাংলাদেশে এখনো সেভাবে গড়ে উঠে নি এইরকম কোন ব্যবসা। চাইলেই আপনি একটি ওয়েবসাইটের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সির বিনিময়ে মোবাইল রিচার্জ সার্ভিস দিয়ে ছোটখাটো একটি ব্যবসা পরিচালনা করতে পারেন। তবে, এতে ঝুঁকি রয়েছে বেশ কারণ ক্রিপ্টোকারেন্সির দাম খুব বেশি উঠানামা করতে পারে। এতে, আপনাকে ক্ষতির সম্মুখীন হওয়া লাগতে পারে। অবশ্য, এ সমস্যা সমাধানে অনেক পেমেন্ট গেটওয়ে আছে যারা এইধরনের লেনদেন প্রসেস করে স্টেবলকয়েন এর বিনিময়ে। চাইলে আপনি ওইরকম কোন সার্ভিসের সহায়তাও নিতে পারেন। ক্রিপ্টো-পে এই ধরনের একটা সার্ভিস।

বিটকয়েন এ পণ্য বিক্রয়

বাংলাদেশে বিটকয়েন এর মাধ্যমে কোন পণ্য বিক্রয়ের প্রচলন এখনো নেই। এর কারণ বাংলাদেশে বিটকয়েন তথা অন্য কোন ক্রিপ্টোকারেন্সির বৈধতা নেই। তবে, আপনি চাইলে বিটকয়েন এর বিনিময়ে পণ্য বিক্রয় শুরু করতে পারেন। যদিও বর্তমানে এইটা অনেক ঝুঁকিপূর্ণ। আপনার ওয়েবসাইটে আপনি পণ্য বিক্রয়ে দাম ডলার কিংবা টাকার সাথে বিটকয়েন এ দাম দেখাতে পারেন এবং বিক্রয়মূল্য হিসেবে বিটকয়েন গ্রহণ করতে পারেন।

উপরে আলোচিত কোন ধরনের বিটকয়েন ব্যবসা বাংলাদেশে আইনসম্মত নয়, এর কারণ বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি এখনো বৈধ নয়। সুতরাং, আপনি যা করবেন সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই করবেন। কয়েনআলাপ কোনক্রমেই দায়ী থাকবে না। আমরা শুধু অনলাইনে থাকা তথ্যের ভিত্তিতে আর্টিকেল লিখছি। কাউকে বিনিয়োগ করার উপদেশ বা উৎসাহ দেই না।

ট্রেন্ডিং পোস্ট

Copyright 2021-23. All rights reserved © coinalap.com

আমাদের সংবাদ সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন।