Connect with us

বিটকয়েন

বিটকয়েন ওয়েবসাইট এর প্রয়োজনীয় তালিকা

Published

on

বিটকয়েন ওয়েবসাইট

বিটকয়েন বর্তমানে এমন অবস্থানে পৌঁছে গিয়েছে যে একে ঘিরে অনেক বিশাল একটি ইকোসিস্টেম তৈরী হয়েছে। বিটকয়েন নিয়ে তৈরী হয়েছে অসংখ্য ওয়েবসাইট যেগুলোতে আপনি পেতে পারেন অনেক প্রয়োজনীয় তথ্য, অনেক ঐতিহাসিক ঘটনা কিংবা অনেক মজার মজার কাহীনী যার সৃষ্টি বিটকয়েন কম্যুনিটি থেকে। আজ আপনাদের সাথে এমনই কিছু বিটকয়েন ওয়েবসাইট এর তালিকা শেয়ার করব যেগুলো আপনি ভবিষ্যতে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন, বিশেষ করে আপনি যদি কোন ইন্টারেস্টিং তথ্য খুব সহজেই খুজে বের করতে চান।

ভিন্নধর্মী কিছু বিটকয়েন ওয়েবসাইট এর তালিকা

প্রথমেই শুরু করি কিছু ভিন্নধর্মী বিটকয়েন ওয়েবসাইট এর তালিকা দিয়ে। এইখানে আমি এমন কিছু ওয়েবসাইটের তালিকা শেয়ার করব যেগুলোতে আপনি অনচেইন তথ্য, বিনিয়োগের রিটার্ন ইত্যাদি সম্পর্কে আইডিয়া পাবেন। চলুন শুরু করা যাক।

dcaBTC.com বিনিয়োগ পরিকল্পনার বিটকয়েন ওয়েবসাইট

আমরা অনেকেই ডলার কস্ট এভারেজ (Dollar Cost Average) বা DCA এর নাম শুনেছি। যারা দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করতে চান কিন্তু বিটকয়েন কখন ক্রয় করবেন সেটা বুঝতে পারছেন না, এই পদ্ধতির মাধ্যমে তারা বিটকয়েন ক্রয় করতে পারেন। এই পদ্ধতিতে আপনি একটা সময় ঠিক করে নিতে হবে। অর্থাৎ, কত বছরের জন্য আপনার বিনিয়োগ হবে। তারপর, আপনাকে ফ্রিকুয়েন্সি ঠিক করে নিতে হবে। মানে, আপনি কতদিন পর পর বিটকয়েন ক্রয় করবেন। সর্বশেষে আপনাকে ঠিক করে নিতে হবে আপনি প্রতিটি ফ্রিকুয়েন্সিতে কত ডলার/টাকা বিনিয়োগ করবেন। যেহেতু আমরা বাংলাদেশী, তাই টাকার হিসেব করাই ভালো, যদিও dcaBTC তে টাকার হিসেব নেই। শুধুমাত্র, ডলারের হিসেবই আছে। dcaBTC তে গিয়ে আপনি দেখতে পারবেন, আপনি গত কিছু বছর ধরে, নির্দিষ্ট সময় পরপর একটা নির্দিষ্ট পরিমান ডলার যদি বিনিয়োগ করতেন তাহলে বর্তমানে তার ভ্যালু কত হত। উদাহরন হিসেবে, ধরে নিলাম, ২০২০ সাল এর ফেব্রুয়ারী কে আপনি বিনিয়োগ করছেন। এক মাস পর পর আপনি ১০০ ডলার ক্রয় করছেন। নিচে দেখুন, আপনার সর্বমোট বিনিয়োগ ৩৬০০ ডলার যা বর্তমানে আছে ৭ হাজার ডলার থেকে বেশি এবং আপনি প্রায় ৯৮% লাভে আছেন।

বিটকয়েন ওয়েবসাইট dcaBTC
সোর্স- dcaBTC.com

whalemap.io

হোয়্যালম্যাপ বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির অনচেইন, বিশেষ করে বিটকয়েন এর অনচেইন তথ্য নিয়ে বিটকয়েন কিংবা অন্যান্য ক্রিপ্টোকারেন্সির দাম এনালাইসিস করার ওয়েবসাইট। তাদের অনচেইন এনালাইসিস অনুযায়ী তারা আপনাকে কখন বিটকয়েন কিংবা অন্যান্য ক্রিপ্টোকারেন্সি ক্রয় কিংবা বিক্রয় করবেন সে সিগনাল দিয়ে থাকে। আপনি যদি একজন এক্সপার্ট ট্রেডার হয়ে থাকেন তাহলে অবশ্যই তাদের দেয়া তথ্য অনুযায়ী ট্রেড করে কিছু প্রফিট বুক করে নিতে পারেন।

BlockChainCenter.net

ব্লকচেইনসেন্টার বিটকয়েনের লেনদেন, কার কাছে কত বিটকয়েনহ আছে, কোন বিটকয়েন কখন থেকে মুভ করে নি, এইসব তথ্য নিয়ে রিসার্চ করে এবং সকল তথ্য এই ওয়েবসাইটের মাধ্যমে শেয়ার করে থাকেন। ছোট একটি উদাহরণ দেই। তারা কিছু সংখ্যক কয়েনের নাম দিয়েছে জুম্বি কয়েন্স। এই জুম্বি কয়েন্স মানে হল যেসব বিটকয়েন ২০১০ সাল থেকে একই এড্রেসেই আছে, যেগুলো অন্য কোথাও মুভ হয় নি। এর পরিমান হল ১৩ লক্ষ ৬৪ হাজার বিটকয়েন। জেনে রাখা ভালো, এইখানে সম্ভাব্য সাতোশি নাকামোতোর কয়েন হিসেব করা হয় নি যার পরিমাণ ১১ লক্ষ ২৫হাজার বিটকয়েন।

TimeChainCalendar

টাইম চেইন ক্যালেন্ডার এমন একটি ক্যালেন্ডার যেখানে একসাথে আপনি বিটকয়েন এর ব্লক, টাইমস্ট্যাম্প, কোন ব্লকে কত লেনদেন হয়েছে, তখন সাপ্লাই কত ছিল, বিটকয়েন এর দাম কত ছিল তখন সবই পাবেন। মজা ব্যাপার হল সবকিছু পাবেন আপনি নিচের দেখানো ছবিতে। এইখানে আর কোন পেজ নাই। এইটাতেই আপনি যেতে পারবেন অতীতের যে কোন ব্লকে এবং দেখতে পারবেন তৎকালঈন সময়ের বিভিন্ন তথ্য ছোট এই ছবিতে। নামের সাথে কাজের মিল এই ওয়েবসাইট থেকে বেশি কেউ দেখাতে পারবে?

র্সোস- টাইম চেইন ক্যালেন্ডার

BTCMap.org

বিটকয়েন ম্যাপ নামে এই ওয়েবসাইটে গেলে আপনি পাবেন পৃথিবীর কোথায়, কোন দোকানে, হোটেলে কিংবা কোন জায়গায় আপনি বিটকয়েন খরচ করতে পারবেন। পর্যাপ্ত তথ্যের অভাবে যদিও এই ওয়েবসাইট এখনো পুরোপুরি শেষ করা হয় নি, বেশিরভাগ জায়গার নাম কিংবা ঠিকানা উল্লেখ আছে এই ম্যাপে। বুকমার্ক করে রাখতে পারেন। কোথাও গেলে খুজে বের করে বিটকয়েন দিয়ে পেমেন্ট করতে পারবেন।

পরিচিত কিছু বিটকয়েন ওয়েবসাইট এর তালিকা

এতক্ষণ কিছু মজার এবং ভিন্নধর্মী বিটকয়েন ওয়েবসাইট আপনাদের সাথে শেয়ার করেছি। এখন কিছু কমন সাইট শেয়ার করবো। সেগুলো হয়ত আপনিও জানেন।

১। বাইন্যান্স- একটি এক্সচেঞ্জ
২। কয়েনবেজ- একটি এক্সচেঞ্জ এবং কাস্টোডিয়াল ওয়েবসাইট
৩। বিটকয়েন.অর্গ- বিটকয়েন ওয়ালেট, হোয়াইটপেপার ইত্যাদি সম্পর্কে যাবতীয় তথ্যের ওয়েবসাইট
৪। বিটকয়েন ডিরেকটরি- বিটকয়েন নিয়ে সকল রিসোর্স এর তালিকা

বিটকয়েন ওয়েবসাইট এর এই তালিকা সবসময় আপডেট করা হবে। যখনই আমরা নতুন কোন ওয়েবসাইটের সন্ধান পাবো, এইখানে আমরা আপডেট করব। আপনাদের জানামতে যদি আরো ওয়েবসাইট থাকে যেগুলো এইখানে যোগ করলে মানুষের উপকার হবে বলে মনে করেন, আমাদের কমেন্ট করে জানাবেন অবশ্যই।

আমাদের সংবাদ সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন- https://t.me/coinalapnews

Continue Reading
Advertisement
Click to comment

মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং পোস্ট

Copyright 2021-23. All rights reserved © coinalap.com

আমাদের সংবাদ সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন।