Connect with us

ক্রিপ্টোকারেন্সি নিউজ

বিটকয়েন ব্লকচেইনে এন.এফ.টি; চাহিদা নাকি অতিরঞ্জন?

Published

on

২০২৩ সালের এপ্রিলের ১৫ তারিখ বিটকয়েন ম্যাগাজিন তাদের কভার পেজগুলোর সমন্বয়ে বিটকয়েন ব্লকচেইনে গঠিত এন.এফ.টি বিক্রয়ের ঘোষণা দেয়। এতে কিছু মানুষ খুবই আগ্রহ প্রকাশ করে কিন্তু অনেকেই এই সিদ্ধান্তে খুব খুশি হতে পারে নি।

ডেভিড বেইলী, বিটকয়েন ইনকর্পোরেশন (BTC Inc) এর প্রধান নির্বাহী কর্মকর্তা এক টুইটারে জানান, বিটকয়েন ম্যাগাজিন এর এই সিদ্ধান্তের জন্য তিনি কঠোর সমালোচনার সম্মুখীন হয়েছেন।

একই টুইটারে বিটকয়েন বুল এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা জবাব দেন, বিটকয়েন এন.এফ.টি তথা বিটকয়েন অর্ডিনাল তৈরীর উদ্দেশ্যই একজন থেকে আর একজনের কাছে হস্তান্তর করা, মানে বিক্রয় করা। বিটকয়েন কম্যুনিটির অনেকেই ভাবেন যে বিটকয়েন অর্ডিনাল বিটকয়েন নেটওয়ার্কের ফি বৃদ্ধি করবে এবং অযথা বিটকয়েন নোডগুলো ফ্রি ডাটা সেন্টারের ভুমিকা পালন করবে।

বিটকয়েন অর্ডিনাল নিয়ে বিতর্ক

২০২২ সালে ক্যাসে রোডারমোর নামক একজন ডেভেলপার বিটকয়েন অর্ডিনাল এর প্রস্তাবনা দেন এবং পরবর্তীতে ২০২৩ এর জানুয়ারীর ২১ তারিখে বিটকয়েন ব্লকচেইনে বিটকয়েন অর্ডিনাল এর সংযোজন হয়। বিটকয়েন অর্ডিনাল হল বিটকয়েন এর একক সাতোশির সাথে কোন ছবি, ভিডিও কিংবা অন্য ক্লিপ জুড়ে দেয়া। প্রতিটা সাতোশির আলাদা নাম্বার থাকবে।

বিটকয়েন অর্ডিনাল এর শুরু থেকেই বিটকয়েন কম্যুনিটির অনেকেই এর বিরুদ্ধে বলে আসছেন। অনেকের মতে, এইটা বিটকয়েনকে ধ্বংস করার জন্য সরাসরি আক্রমণ।

বিটকয়েন আসলে কেন তৈরী করা হয়েছিল? বিটকয়েন একটি পিটুপি ডিজিটাল ক্যাশ, একটি ডিসেন্ট্রালাইজড কারেন্সি। সাতোশি নাকামোতো তার বিটকয়েন হোয়াইট পেপারে বলেছেন, বিটকয়েন একটি ক্রিপ্টোগ্রাফিক মুদ্রাব্যবস্থা যা কোন তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়া লেনদেন করা যাবে।

বিটকয়েনের অনেক লয়্যাল সাপোর্টার এবং ম্যাক্সিমালিস্ট সাতোশির উক্ত কথার সাথে একমত পোষণ করেন এবং বিটকয়েনকে শুধুমাত্র একটি মুদ্রা হিসেবেই দেখতে পছন্দ করছেন। তাদের মতে, বিটকয়েন অর্ডিনাল আসলে বিটকয়েনকে তার মূল লক্ষ্য থেকে সরিয়ে দিবে।

বর্তমানে বিটকয়েনের ব্লক সাইজ ১ মেগাবাইট। যার কারণে আমাদের অনেক সময় বিটকয়েন লেনদেন কনফার্মেশনের জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়। বিটকয়েন অর্ডিনাল কিন্তু সে পথকে আরো কঠিন করবে যদিও এইটা আসলে প্রথম নয়। বিটকয়েন অর্ডিনাল যা করছে আসলে আগেও তা সম্ভব ছিল। যাই হোক, বিটকয়েন অর্ডিনাল ব্যবহার করা মানে বিটকয়েন ব্লকচেইনের সীমিত ব্লক সাইজকে অপ্রয়োজনে ব্যবহার করা। বর্তমানে বিটকয়েন নেটওয়ার্কে লেনদেনগুলো বেশিরভাগ সময় ব্লক সাইজ ছোট হওয়ার কারণে পেন্ডিং থাকে। সেখানে, বিটকয়েন অর্ডিনাল দিয়ে ব্লকগুলো পূর্ণ করা আসলেই অপ্রয়োজনীয়, আমাদের ভাষায় বিলাসিতা।

আপনারা যারা বিটকয়েন নেটওয়ার্কের ফি কিভাবে বৃদ্ধি পায় সেটা জানেন তাদের এইটা বুঝতে আরো সুবিধা হবে। বিটকয়েন অর্ডিনাল যদি বেশিরভাগ মানুষ ব্যবহার করে তখন বিটকয়েন এ আমি আপনি লেনদেন করার জন্য অনেক বেশি ফি দিতে হবে।

কয়েনডেস্কের সাথে এক সাক্ষাতকারে বিটকয়েন অর্ডিনাল প্রতিষ্ঠাতা জানান যে, তিনি এই প্রজেক্টটি অনেকটা শখের বশেই করেছেন। তার কাছে মনে হয়েছে এইটা মানুষকে বিটকয়েন সম্পর্কে শিখতে এবং বিটকয়েন ব্যবহার করতে উৎসাহ দেবে কারণ বিটকয়েন অর্ডিনাল ব্যবহার করতে হলে একজন ব্যবহারকারীকে অবশ্যই বিটকয়েন ফুল নোড কি জানতে হবে এবং একটি ফুল নোড সক্রিয় রাখতে হবে।

উদ্দেশ্য যাই হোক, বিটকয়েন অর্ডিনাল কি আসলেই সাতোশি নাকামোতোর বিটকয়েনের মূল লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেবে? সম্ভাবনা যা আছে সেটা কিন্তু ফেলে দেয়ার মত নয় কারণ, বিটকয়েনকে একটি মুদ্রা হিসেবে ব্যবহার করতে হলে অবশ্যই এর লেনদেন ফি কম থাকতে হবে যেটা বিটকয়েন অর্ডিনাল এর ব্যবহার বৃদ্ধির সাথে সাথে অনেকটা অসম্ভব হয়ে যাবে।

Continue Reading
Advertisement
Click to comment

মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং পোস্ট

Copyright 2021-23. All rights reserved © coinalap.com

আমাদের সংবাদ সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন।