NOWPayments শিবা ইনু(SHIB)-র পর এর প্রতিদ্বন্দ্বী বেবী ডজকয়েনের(BabyDoge) প্রতি আকৃষ্ট হয়েছে। ক্রিপ্টোকারেন্সি আদান প্রদানের অন্যতম মাধ্যম NOWPayments বেবি ডজকে Shopify এর সাথে যুক্ত করেছে।
মিম কয়েনটির জন্য NOWPayments এর মাধ্যমে Shopify এর সাথে সংযুক্তি এর ব্যবহারকে বৃদ্ধি করবে। Shopify হচ্ছে একটি অনলাইন মার্কেটপ্লেস যেখানে ব্যবহারকারীরা তাদের সেবা অথবা পন্য বিক্রি করতে পারবে। Shopify অনলাইন ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে যার মধ্যে পেমেন্ট, মার্কেটিং, পন্য পরিবহন অন্যতম। আরো পড়ুন,রাশিয়ার অবরোধ গোল্ড এবং বিটকয়েনের সম্ভবনা বাড়াতে পারে.
১৭৫ টি দেশের প্রায় ১,০০০,০০০ টি ব্যবসায়ী Shopify প্লাটফর্মটি ব্যবহার করে। এর অর্থ হচ্ছে তারা সকলেই বেবি ডজকে পন্যের মূল্য পরিশোধে আদান প্রদান করতে পারবে।
মিম কয়েনগুলোর প্রতি NOWPayments এর আগ্রহ পূর্বে থেকেই লক্ষণীয়। প্লাটফর্মটি ইতিমধ্যেই সবচেয়ে জনপ্রিয় মিম কয়েন শিবা ইনু এর মাধ্যমে লেনদেন সেবা প্রদান করে থাকে।
ক্রিপ্টোকারেন্সি এক্সেঞ্জ ChangeNow এর টিম ২০১৯ সালে NOWPayments এর সেবা কার্যক্রম শুরু করে। প্লাটফর্মটির লক্ষ্য হচ্ছে এমন একটি ক্রিপ্টোকারেন্সি আদান প্রদানের মাধ্যম তৈরী করা যা হবে সহজে ব্যবহার যোগ্য। NOWPayments ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে এবং ইতিমধ্যেই ১০০ এর অধিক ক্রিপ্টোকারেন্সি প্লাটফর্মটিতে যুক্ত আছে যা এর ব্যবহারকারীরা স্বল্প ফি প্রদানের মাধ্যমে লেনদেন করতে পারে।