Connect with us

ইথেরিয়াম

জাপানের এক্সচেঞ্জ থেকে হ্যাক হল ৭৪ মিলিয়ন ডলারের বেশি মুল্যের ক্রিপ্টো

Published

on

আজকে বাংলাদেশ সময় সকাল ১১ঃ১৫ এর দিকে জাপানের ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ লিকুইড ডটকম হ্যাক হয়েছে বলে জানা গিয়েছে। লিকুইড এক্সচেঞ্জের একটি টুইট অনুসারে, উক্ত এক্সচেঞ্জের হট ওয়ালেট হ্যাক করে হ্যাকার এক্সেস নিয়েছে এবং বিটকয়েন, ইথেরিয়াম, ট্রন এবং এক্স.আর.পি কয়েন অনেক সরিয়ে নিয়েছে হ্যাকারদের ওয়ালেটে।

যদিও এখন পর্যন্ত জানা যায় নি সর্বমোট কত ডলার পরিমাণ হ্যাক হয়েছে, তবে শুধুমাত্র বিটকয়েন, ইথেরিয়াম, ট্রন এবং এক্স.আর.পি মিলেই ৭৪ মিলিয়ন ডলার চুরি গেছে বলে জানা গিয়েছে।

এছাড়াও ইনজিনকয়েন, ইউনিসোয়াপ সহ আরো কয়েক মিলিয়ন অল্টকয়েনও হ্যাক হয়েছে বলে ধারনা করা হচ্ছে তবে এর পরিমাণ এখনো সুনির্দিষ্ট ভাবে জানা যায় নি।

লিকুইড এক্সচেঞ্জ জানিয়েছে তারা এই হ্যাকের ব্যাপারে অনুসন্ধান করছে এবং নিরাপত্তার জন্য তারা তাদের এক্সচেঞ্জে বর্তমানে যে কোন কয়েন ডিপোজিট এবং উইথড্র বন্ধ করে রেখেছেন।

কুকয়েন এক্সচেঞ্জের সি.ই.ও জনি লিউ কয়েনডেস্ককে বলেছেন তারা হ্যাকার এর এড্রেস এর ব্যাপারে অবগত আছেন এবং তারা উক্ত এড্রেসগুলো ব্ল্যাকলিস্টেড করেছেন। শীঘ্রই আশা করা যায় অন্যান্য এক্সচেঞ্জগুলোও এইটা অনুসরণ করবে।

Continue Reading
Advertisement
1 Comment

1 Comment

  1. MD:Atikur Rahman

    August 23, 2021 at 8:37 pm

    Joim

মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং পোস্ট

Copyright 2021-23. All rights reserved © coinalap.com

আমাদের সংবাদ সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন।