“বিটকয়েন ডিসেন্ট্রালাইজড বা বিকেন্দ্রীভূত আর এজন্যই আমি বিটকয়েনে বুলিশ”, আজ সকালে টুইটারে জানালেন আমেরিকান সিনেট সভা সদস্য বা সিনেটর টেড ক্রুজ।
বিটকয়েনকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না যার জন্য তিনি বিটকয়েনকে সাপোর্ট করেন। চায়না সম্প্রতি ঠিক এই কারনেই বিটকয়েনকে ব্যান করেছে বলে জানান টেড ক্রুজ।
তিনি কানাডার সাম্প্রতিক ক্রিপ্টো ফ্রিজ করে দেয়ার ঘটনার সমালোচনাও করেন। ৫১ বছর বয়সী এই সিনেটর বলেন বিটকয়েন বিকেন্দ্রীভূত এবং স্বাধীনতা দেয়। তার মতে কোন দেশের সরকার এইটার উপর হস্তক্ষেপ করতে পারবে না বলেই চায়না সম্প্রতি এর ব্যবহার নিষিদ্ধ করেছে। তিনি আরো বলেন ঠিক একই কারনে ম্যাসাচুসেটস এর সিনেটরও বিটকয়েন এর বিরোধিতা করছেন।
উল্লেখ্য ম্যাসাচুসেটস এর সিনেটর বিটকয়েন তথা সমগ্র ক্রিপ্টোকারেন্সি নিয়ে বেশ কয়েকবার সমালোচনা করেছেন। তিনি বলে এইটা অস্বচ্ছ এবং অনেক বেশি পরিবর্তনশীল (ভোলাটাইল)। যার প্রেক্ষিতে তিনি ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে অনেক কঠোর নিয়ম তৈরীর উপদেশ দিয়েছিলেন।
বর্তমানে পরিপ্রেক্ষিতে বিটকয়েন অন্যান্য মনেটারী সিস্টেম থেকে ভালো কেন সেটার কারণ বলতে গিয়ে তিনি সম্প্রতি কানাডিয়ান সুপারিয়র কোর্টে পাঠানো ক্রিপ্টো কোম্পানি নুঞ্চাক এর একটি চিঠির কিছু অংশ তুলে ধরেন,
আমাদের সফটওয়্যার ফ্রি। আমরা ইমেইল এড্রেস ছাড়া ব্যবহারকারীদের অন্য কোন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি না। তাই আমরা কোন ব্যবহারকারীর একাউন্ট ফ্রিজ করতে পারবো না। আমরা লেনদেন প্রতিরোধ করতে পারব না কারন বিটকয়েনের প্রযুক্তিটাই এইরকম।