Connect with us

ক্রিপ্টোকারেন্সি নিউজ

ভারত; ক্রিপ্টো স্ক্যামারদের নতুন টার্গেট!

Published

on

ক্রিপ্টো হ্যাকারদের খপ্পরে পড়েছে ভারতের শীর্ষস্থানীয় টিভি চ্যানেল News24-এর টুইটার অ্যাকাউন্ট। হ্যাক করার পরে, ভারতে রিপল (XRP) স্টেবলকয়েনের একটি ভুয়া এয়ারড্রপ ইভেন্টকে তুমুলভাবে প্রচারও করেছে তারা। জনপ্রিয় মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে এই হিন্দি নিউজ চ্যানেলের ফলোয়ার সংখ্যা ১.৪ মিলিয়নেরও বেশি। বিগত মঙ্গলবার, ২১শে মার্চ সকালে এই ঘটনা ঘটে। এর পরেই, ভুয়া ক্রিপ্টো এয়ারড্রপের বিজ্ঞাপন পোস্টগুলি চ্যানেলটির টুইটার হ্যান্ডেল @News24TvChannel-এ দেখানো শুরু করে। এই পোস্টগুলি টার্গেট করা ভিকটিমদের অর্থনৈতিক ঝুঁকিতে ফেলতে ক্লিক করার জন্য ফিশিং লিংকও  দেয়া হয়। 

সাইবার অপরাধীরা তাদের এই স্ক্যাম পোস্টে ব্যাপারটাকে আরো বেশি বিশ্বস্ত করার জন্য রিপল সিইও “ব্র্যাড গ্যালিংহাউসের” ছবিও যুক্ত করে দেয়। 

যদিও News24 ইতোমধ্যে তাদের টুইটার হ্যান্ডেলের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে বলে মনে হচ্ছে কিন্তু তাদের প্রোফাইলে দেখানো স্ক্যাম পোস্টগুলির স্ক্রিনশটগুলি মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে বিভিন্ন ব্যবহারকারীরা ততক্ষণে শেয়ার করে ফেলেছেন। 

চ্যানেলটির অনুসারীদের কেউ ফিশিং লিংকগুলোতে কি পরিমাণে ক্লিক করেছে বা আদৌ করেছে কিনা সেটা এখনও অস্পষ্ট। শেষ খবর পাওয়া পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষের কেউ এই ব্যাপারে সুনির্দিষ্ট কোন অফিশিয়াল বক্তব্য দেননি, সেজন্য তদন্তকারী কর্তৃপক্ষ এই ব্যাপারে কতটুকু ওয়াকিবহাল সে সম্পর্কে ও কোন ধারণা পাওয়া যায়নি। 

আপাততঃ সব ধরনের ক্রিপ্টো এয়ারড্রপ সংক্রান্ত পোস্ট অবশ্য তাদের টুইটার একাউন্ট থেকে সরিয়ে ফেলা হয়েছে। 

এর আগে ২রা মার্চ, মধ্যপ্রদেশ রাজ্যের রাজ্যপাল রাজভবনের টুইটার হ্যান্ডেল ক্রিপ্টো স্ক্যামাররা হ্যাক করেছিলো। একই কায়দায় তারা ভুয়া রিপল এয়ারড্রপ পোস্ট(গ্যালিংহাউসের ছবিসহ) রাজভবনের অ্যাকাউন্টেও পোস্ট করেছিল।

ব্যক্তিদের পাশাপাশি কোম্পানিগুলোকেও তাদের ডিজিটাল ইকোসিস্টেমসহ ডিভাইসগুলিকে হাই-টেক হ্যাকারদের আক্রমণ করা এবং তাদের আর্থিক ক্ষতি রুখতে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

ইদানীং লক্ষ্য করা যাচ্ছে, হ্যাকাররা তাদের স্ক্যামকে সফল করতে বিভিন্ন রকম নতুন আর উদ্ভাবনী আইডিয়া নিয়ে আসছে। মানুষেদের বিশ্বাস করাতে তারা ভেরিফাইড সোশ্যাল হ্যান্ডেল বা গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলোতে তাদের কার্যক্রম চালাচ্ছে। 

জুন মাসে, এফবিআই এক প্রতিবেদন প্রকাশ করে যেখানে জানানো হয় যে, ক্রিপ্টো স্ক্যামাররা পেশাদার আর্থিক উপদেষ্টা নিজেকে পরিচয় দিয়ে  লিঙ্কডইন ব্যবহারকারীদের কাছে পৌঁছাচ্ছে, এরপর তাদের স্ক্যাম কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে।

CNBC’র রিপোর্ট অনুসারে, ক্রিপ্টো স্ক্যামের কারণে একদল লিংকডইন ব্যবহারকারী ২০০,০০০ ডলার থেকে ১.৬ মিলিয়ন পর্যন্ত লোকসান গুনেছেন। 

এই ঘটনার আগে ভারতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স (আইসিডব্লিউএ) এর টুইটার হ্যান্ডেলগুলো ক্রিপ্টো স্ক্যামারদের এসব বিজ্ঞাপনের কবলে পড়েছিল। 

বিজ্ঞাপনের ধরণ

ভারতকে ইদানীং এই ধরনের স্ক্যামগুলোর প্রাণকেন্দ্র হিসেবে দেখা যাচ্ছে।গতবছর ভারতের বাজেটে বিভিন্নভাবে ক্রিপ্টোকারেন্সির বৈধতা আলোচনায় থাকা সম্ভবত একটা কারণ। 

২০২১ সালের শেষের দিকে হ্যাকাররা ভারতের প্রধানমন্ত্রী “নরেন্দ্র মোদির” অফিসিয়াল টুইটার প্রোফাইলে হ্যাক কর এবং একটি ফিশিং লিংক পোস্ট করেছে যেখানে বলা হয়,  দেশটি বিটকয়েনকে আইনি দরপত্র হিসাবে গ্রহণ করেছে এবং জনসাধারণের কাছে বিতরণের উদ্দেশ্যে  সরকার ৫০০ বিটিসি (বিটকয়েন) কিনেছে। 

এই পোস্টের মাধ্যমের কতজন লোক জালিয়াতির শিকার হয়েছেন তা এখনো অজ্ঞাত তবে, মোদির ফলোয়ার সংখ্যা তখন ৮৭ মিলিয়নেরও বেশি ছিল। 

এদিকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ), ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড এফেয়ার্স (আইসিডব্লিউএ) এবং মান দেশী মহিলা ব্যাংকের টুইটার একাউন্টের প্রাইভেসি ভেঙে হ্যাকার দল ক্রিপ্টোকারেন্সির প্রচারণা চালায় এরকম কিছু টুইট শেয়ার করে যেখানে ইলন মাস্কের টুইটও ছিলো।

জাল আরবিট্রাম এয়ারড্রপ

সম্প্রতি ক্রিপ্টোকারেন্সি সংবাদমাধ্যম ক্রিপ্টোপটেটো (Cryptopotato) তাদের রিপোর্টে জানায়, ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীদের ইথেরিয়াম লেয়ার-২ স্কেলিং সলিউশন, আরবিট্রামের সাথে সম্পর্কিত আরেকটি স্ক্যাম সম্পর্কে সতর্ক হওয়া উচিত।

স্ক্যামাররা প্রজেক্টটির জাল এয়ারড্রপ এবং ফিশিং ওয়েবসাইটগুলি শেয়ার দিয়ে এমনভাবে সর্বত্র ছড়িয়ে ফেলেছে, ক্লিক করলে ব্যবহারকারীদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে।এই ব্যাপারে আরবিট্রাম নিউজ ডিএও(DAO) জানিয়েছে , ইতোমধ্যে তারা ২৭০টিরও বেশি সাইট সনাক্ত করতে সক্ষম হয়েছে। 

পাঠকদের জ্ঞাতার্থে জানিয়ে রাখা ভলো, মূল এয়ারড্রপ কার্যক্রম হতে যাচ্ছে ২৩ শে মার্চ। 

Continue Reading
Advertisement
Click to comment

মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং পোস্ট

Copyright 2021-23. All rights reserved © coinalap.com

আমাদের সংবাদ সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন।