ক্রিপ্টোকারেন্সি সংবাদ
বাইন্যান্সে ইউক্রেনের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড
রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করার পর থেকেই ইউক্রেনের জনগণ তাদের সম্পদ নিয়ে চিন্তিত। বেশিরভাগ মানুষই টাকার মুল্যমান কমে যাওয়া নিয়েও উদ্বিগ্ন। সবাই এর বিকল্প সন্ধানে আছেন। তারই প্রেক্ষিতে, মানুষজন বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সি ক্রয় করছেন।
আরকেন রিচার্সের মঙ্গলবারের এক প্রতিবেদনে দেখা যায়, ইউক্রেনের মানুষ তাদের নিজস্ব মুদ্রা হ্রিভনিয়ার বিনিময়ে ইউএসডি টেথার এবং বিটকয়েন ক্রয় করার প্রতি ঝুকছে।
উক্ত প্রতিবেদনে আরো দেখা যায়, গত ২৪ ঘন্টায় হ্রিভনিয়া/ইউএসডিটি লেনদেন ৬ মিলিয়ন ডলার থেকে ৮.৫ মিলিয়ন ডলারে পৌছেছে। যেখানে গত কয়েক ৫/৬ সপ্তাহ ধরে লেনদেনের পরিমান ৩ মিলিয়ন এর বেশি হয় নাই বললেই চলে।
অনেক ইউক্রেনবাসী মনে করছে তাদের দেশে ব্যাংকিং ব্যবস্থা ধ্বসে পড়বে। যার কারনে তারা ক্রিপ্টোকারেন্সিকে সেরা বিনিয়োগ হিসেবে দেখছে। রাশিয়ানরাও ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করার প্রতি আগের চেয়ে বেশি ঝুকছে বলে জানা যায়। রাশিয়া ইউক্রেনকে আক্রমণের পর দুই দেশেই ক্রিপ্টোকারেন্সি নিয়ে আগ্রহ বৃদ্ধি পেয়েছে।
এই যুদ্ধের সময় অনেকেই দেশ থেকে নিরাপদ আশ্রয়ের জন্য পালাবে। তারা ক্রিপ্টোর মাধ্যমে তাদের ক্যাশ সম্পত্তিগুলো সাথে নিয়ে যেতে পারবে। লেনদেনের পরিমান বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ এইটি।
গতকাল ইউক্রেন সরকার পোলকাডট এ অনুদান নেয়ার ঘোষনা জানায়। তারই প্রেক্ষিতে পোলকাডট এর প্রতিষ্ঠাতা গ্যাভিন উড ৫ মিলিয়ন ডলার সমপরিমাণ ডট পাঠায়।
এইদিকে, ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জগুলোকে অনেকেই বলছে রাশিয়ান একাউন্ট স্থগিত করে দিতে। কিন্তু ক্রাকেন এবং কয়েনবেজ তাদের মতামত জানান এই ব্যাপারে। তারা বলেন, কোন আইনী অভিযোগ ছাড়া আমরা আমাদের কোন ক্লায়েন্টের একাউন্ট স্থগিত করতে পারবো না।
-
বিটকয়েন2 years ago
বিটকয়েন মাইনিং কি, বিটকয়েন মাইনিং কিভাবে শুরু করা যায়?
-
অল্টকয়েন2 years ago
হার্ডওয়্যার ওয়ালেট কি? সেইফপাল হার্ডওয়্যার ওয়ালেট রিভিউ
-
ক্রিপ্টোকারেন্সি সংবাদ2 years ago
৫৫০০ ডলারে NFT বিক্রি করলেন বলিউড অভিনেতা ভিশাল মালহোত্রা
-
ইথেরিয়াম2 years ago
জিপিউ মাইনিং – ইথেরিয়াম মাইনিং
-
অল্টকয়েন2 years ago
ডজকয়েন (DOGE)- নতুনদের জন্য গাইডলাইন
-
ইথেরিয়াম2 years ago
মাইনিং লাভজনক কি? ইথেরিয়াম মাইনিং এর বিস্তারিত
-
বিটকয়েন2 years ago
বিটকয়েন ওয়ালেট কি, হোল্ড করতে কোন ওয়ালেট ব্যবহার করা উচিত?
-
ক্রিপ্টোকারেন্সি সংবাদ2 years ago
জুলাই মাসে ৪১০০০ গ্রেস্কেল বিটকয়েন আনলক