ক্রিপ্টোকারেন্সি সংবাদ
শীঘ্রই $৩ বিলিয়ন ডলার বিটকয়েন ক্রয় করতে পারে টেরা ব্লকচেইন
টেরা ব্লচচেইন ফাউন্ডার ডু উন সম্প্রতি জানিয়েছেন শীঘ্রই তারা ৩ বিলিয়ন ডলার সমমুল্যের বিটকয়েন ক্রয় করতে পারেন।
সম্প্রতি উদি বার্থেইমার এর সাথে এক সাক্ষাতকারে তিনি জানান টেরা ব্লকচেইনের রিজার্ভ এর জন্য ৩ বিলিয়ন ডলারের বিটকয়েন ক্রয় করার পরিকল্পনা করেছেন।
একই সাক্ষাতকারে তিনি কিভাবে টেরা ব্লকচেইনের স্ট্যাবলকয়েনের জন্য বিটকয়েনকে কোলাটেরাল হিসেবে ব্যবহার করা হবে তার একটি ধারনা দেন।
এতে তিনি টেরা ব্লকচেইনের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও বিস্তারিত জানান। ভবিষ্যৎ এ টেরা ব্লকচেইনে টোকেনাইজড বিটকয়েন সম্প্রসারণের কথাও তিনি উল্লেখ করেন।
টেরা ব্লকচেইনে মানুষ $১ UST ক্রয় করতে পারবে $০.৯৯ ডলারে। এতে টেরা ব্লকচেইনের ব্যবহারকারীরা UST ব্যবহার করে ১% প্রিমিয়ামে তাদের বিটকয়েন পুনরায় ক্রয় করতে পারবে।
বিটকয়েনই কেন রিসার্ভ হিসেবে টেরা ব্লকচেইনে যোগ করা হবে এমন এক প্রশ্নের জবাবে তিনি জানান, “অনেকগুলো কারনই রয়েছে তবে যদি এক কথায় বলতে হয় তাহলে বলবো বিটকয়েনই একমাত্র সম্পদ যেটা ডিজিটাল কারেন্সি বা ক্রিপ্টোকারেন্সিতে সফল প্রমানিত। বিটকয়েন নিয়ে কেউ কোন প্রশ্ন তুলতে পারবে না।”
টেরা ব্লকচেইনে বিটকয়েন এর ব্যবহার এই চেইনে অনেক এগিয়ে নিয়ে যাবে এবং এই ব্লকচেইনে অন্যান্য যেসব প্রজেক্ট রয়েছে সেগুলোর জন্য উপকারী হবে বলে জানান তিনি। এছাড়াও যারা স্মার্ট কনট্রাক্ট ব্যবহার করে টেরা ব্লকচেইনকে ট্রেজারি হিসেবে ব্যবহার করছে তাদের জন্যেও এইটা অনেক গুরুত্বপূর্ণ।
সাক্ষাৎকারের শেষে তিনি জানান, উপরোক্ত কারনগুলোর জন্য টেরা ব্লকচেইন বিটকয়েন ক্রয় করতে থাকবে।
-
বিটকয়েন2 years ago
বিটকয়েন মাইনিং কি, বিটকয়েন মাইনিং কিভাবে শুরু করা যায়?
-
অল্টকয়েন2 years ago
হার্ডওয়্যার ওয়ালেট কি? সেইফপাল হার্ডওয়্যার ওয়ালেট রিভিউ
-
ক্রিপ্টোকারেন্সি সংবাদ2 years ago
৫৫০০ ডলারে NFT বিক্রি করলেন বলিউড অভিনেতা ভিশাল মালহোত্রা
-
ইথেরিয়াম2 years ago
জিপিউ মাইনিং – ইথেরিয়াম মাইনিং
-
অল্টকয়েন2 years ago
ডজকয়েন (DOGE)- নতুনদের জন্য গাইডলাইন
-
ইথেরিয়াম2 years ago
মাইনিং লাভজনক কি? ইথেরিয়াম মাইনিং এর বিস্তারিত
-
বিটকয়েন2 years ago
বিটকয়েন ওয়ালেট কি, হোল্ড করতে কোন ওয়ালেট ব্যবহার করা উচিত?
-
ক্রিপ্টোকারেন্সি সংবাদ2 years ago
জুলাই মাসে ৪১০০০ গ্রেস্কেল বিটকয়েন আনলক