কয়েনবেস কার্ডের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে কয়েনবেস সকল প্রকার লেনদেন ফি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
২০২০ সালের ২৮ শে অক্টোবর কয়েনবেস তাদের একটি ব্লগপোস্টে কয়েনবেস কার্ড নামক এক প্রকার ভিসা-ডেভিড কার্ডের কথা উল্লেখ করেন যার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে বিভিন্ন অনলাইন বা অফলাইন মাধ্যমে কেনাকাটা করা যাবে। এমনকি বিভিন্ন স্টোর থেকে শুরু করে ATM থেকে টাকা উত্তোলনে ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে।
কয়েনবেস কার্ড থেকে নিম্ন লিখিত সু্যোগ-সুবিধা গুলো পাওয়া যাবে :
১. বিশ্বব্যাপী ভিসা-ডেভিড কার্ডের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করার সুযোগ সুবিধা।
২. প্রতি কেনাকাটায় ৪% মূল্য ফেরত।
৩. কয়েনবেস অ্যাপ ব্যবহার করে কয়েনবেস কার্ড ব্যবস্থাপনা।
কয়েনবেস কার্ড ৩০ টি দেশে কার্যক্রম শুরু করলেও রিওয়ার্ড প্রোগ্রাম শুধুমাত্র আমেরিকান গ্রাহকদের জন্য বরাদ্দ।
ফি-বিহীন লেনদেন:
নন-ইউএসডিসি(USDC) ক্রিপ্টো সম্পদের ক্ষেত্রে লেনদেন ফি অনেক বড় বাধা হওয়ার কারণে কয়েনবেস, কয়েনবেস কার্ডের মাধ্যমে লেনদেনকৃত সব ক্রিপ্টো ফি বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করে। ফলে গ্রাহকরা কেনাকাটার ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে অনেকটাই স্বাচ্ছন্দবোধ করে।
সহজে অর্থ ডিপোজিট:
কয়েনবেস তাদের গ্রাহকদের কয়েনবেস কার্ডে অর্থ ডিপোজিটের বেশ কিছু সুযোগ সুবিধা প্রদান করেছে। যেমন গ্রাহকরা এখন খুব সহজেই কয়েনবেসে ফি-বিহীন অথবা সরাসরি অর্থ ডিপোজিট করতে পারবে। এরই সাথে গ্রাহকরা তাদের কার্ড সোয়াপের মাধ্যমে নতুন নতুন ক্রিপ্টো সম্পদ ক্রয় করতে পারবে।