Connect with us

Published

on

Content Protection by DMCA.com

গত এক দশকে ক্রিপ্টো (Crypto) এবং ক্রিপ্টো প্রযুক্তি ব্যাপক অগ্রগতি লাভ করেছে। এরই সাথে মানুষ এর ব্যবহারবিধি সম্পর্কে অবগত হচ্ছে। এই ক্রিপ্টো জগত নিয়ে এক এক জনের রয়েছে এক এক রকম মত। অনেকে এটিকে স্কাম মনে করেন আবার অনেকে নতুন ভবিষ্যতে। এজন্য প্রায়ই ক্রিপ্টোকে বাধা বিপত্তির শিকার হতে হয়েছে। তবুও এর উন্নয়নে মানুষ কাজ করে যাচ্ছে।

সম্পৃতি মনটানা স্টেট সেনেট ক্রিপ্টো মাইনারদের অধিকার রক্ষায় একটি নতুন বিল পাশ করার প্রস্তাব দিয়েছে। নতুন  এই বিলটিতে মনটানা স্টেট সেনেট ক্রিপ্টো মাইনারদের “ডিজিটাল সম্পদ মাইন করার অধিকার” দেয়ার কথা উল্লেখ করেন। এই বিলটি ক্রিপ্টো মাইনিং (Crypto Mining) এর ক্ষেত্রে ঘরে বসে মাইনিং সহ বৈদ্যুতিক বিলের ক্ষেত্রে যে  বৈষম্য করা হয় তা থেকে রক্ষা করবে। এছাড়া যেসব মাইনাররা বাড়িতে মাইনিং করতে চায় তাদের স্থানীয় সরকার কোনো বাধা দিতে পারবে না।

নতুন এই বিলটি ২৩ ফেব্রুয়ারি পাশ করা হয় এবং এখন পর্যন্ত এর পক্ষে ৩৭টি এবং বিপক্ষে ১৩ টি ভোট এসেছে। যদি এই বিলটি সবার পক্ষে থাকে সেক্ষেত্রে গর্ভনর Greg Gianforte এর সাক্ষরের পর এটি কার্যকর হবে। এরই সাথে Bond এবং Stock এ মতো ডিজিটাল সম্পদ যেমন ক্রিপ্টোকারেন্সি (Cryptocurrency) ও Non-fungible Tokens (NFT) ইত্যাদিকে ব্যক্তিগত সম্পদ হিসেবে গন্য করা হবে।

শুধুমাত্র মনটানা স্টেটই নয় মিসিসিপি স্টেট সেনেটরাও কিছুদিন আগে একই রকম বিল প্রস্তাব করে যা ক্রিপ্টো মাইনারদের মাইনিং যন্ত্রপাতি ইন্সলেশনের ক্ষেত্রে বৈষম্য দূর করবে।

এই আইনটি চালু হলে নতুন নতুন মাইনাররা ক্রিপ্টো মাইনিং এর প্রতি আগ্রহী হবে। একই সাথে ক্রিপ্টো মাইনাররা বৈদুতিক বিল বৈষম্য এবং বাড়িতে মাইনিং সিমাবদ্ধতার মতো অসুবিধা থেকে মুক্তি পাবে। এই আইনটিতে শুধুমাত্র ক্রিপ্টো মাইনাররা নয় ক্রিপ্টো ব্যবহারকারীরাও সুবিধা পাবে।

আমাদের সংবাদ সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন- https://t.me/coinalapnews

Content Protection by DMCA.com
Continue Reading
Advertisement
Click to comment

মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং পোস্ট

Copyright 2021-22. All rights reserved.

আমাদের সংবাদ সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন।