ক্রিপ্টোকারেন্সি সংবাদ
ক্রিপ্টোকারেন্সি মার্কেট এনালাইসিস

এই সপ্তাহে বিটকয়েন ট্রেডাররা মোটামুটি ভালো অবস্থানে রয়েছেন। তাদের মধ্যে কিছুটা স্বস্তি এসেছে একটা অস্থির পরিবেশ থেকে সাময়িকভাবে বের হওয়ার জন্য। ক্রিপ্টোকারেন্সির বাজার গত ২৪ ঘন্টায় প্রায় স্থির ছিল, তবে ইথারের চেয়ে ৩% বৃদ্ধি পেয়েছে বিটকয়েন গত সপ্তাহের তুলনায়। যদিও বিনিয়োগকারী ও বিশ্লেষকরা এখনো সতর্ক অবস্থায় রয়েছেন $৪০০০০ বাউন্স সত্ত্বেও।
“মূল্যের উত্থান পতন বা পরিবর্তন হচ্ছে দ্রুত, যা মূল্যের গতিকে বাড়িয়ে দিতে পারে। এই মুহূর্তে নতুন বিনিয়োগ হচ্ছেনা, কেউ বিক্রি করতে বা ক্রয় করতেও ইচ্ছুক নন।” হংকং ভিত্তিক ক্রিপ্টো বিনিয়োগ প্লাটফর্ম কিউ৯ তাদের বিবৃতিতে এই তথ্য জানায়।
ইথারের আবারো মূল্য পতনে উদ্বিগ্ন প্রকাশ করেছেন Fxpro এর ক্রিপ্টো বিশ্লেষক কুপটসিকেভিচ। বাজার মূলধনের ভিত্তিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সির পতন যদি অব্যাহত থাকে তবে তা ১৩০০-১৭০০ এর মধ্যে আস্তে পারে, যা বর্তমান মূল্যের চেয়ে ৫০% কম।
ক্রিপ্টোকারেন্সি জগতে সবধরনের ক্রিপ্টোর মূল্য হ্রাস পায় নি। নন ফানজিবল টোকেনের মূল্য এখনো বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে OpenSea যা অন্যতম জনপ্রিয় ও বৃহৎ নন ফানজিবল টোকেন, প্রায় ৬ মিলিয়ন মার্কিন ডলারের লেনদেন হয়েছে। এছাড়া জনপ্রিয় ডজ থিম ভিত্তিক মিমি কয়েন ডজকয়েনের মূল্য গত শুক্রবার প্রায় ১৪% বেড়েছে, যা গত সপ্তাহের তুলনায় ২০% বেশি। টেসলায় পেমেন্ট মেথড হিসেবে অন্তর্ভুক্ত করার পর মূল্য বৃদ্ধি পায়।
বর্তমান বাজারে লাইটকয়েন আবারো শক্ত অবস্থানে ফিরে এসেছে। প্রায় ৬% এর বেশি হারে বৃদ্ধি পাচ্ছে। ধারনা করা হচ্ছে লাইটকয়েনের প্রতি বিনিয়োগকারীদের অনিহা ছিল। তবে লাইটকয়েনের দিকে শক্ত চোখ রাখছেন প্রতিষ্ঠান ভিত্তিক বিনিয়োগকারীরা। এছাড়া ইথেরিয়াম ক্লাসিক গত সপ্তাহের তুলনায় ভালো অবস্থানে রয়েছে। মূল্য বৃদ্ধির হার ৫% এর বেশি।
বাজার তুলনামূলক ভালো হলেও মূল্য হ্রাস পেয়েছে সোলানা ও এক্সএলএম এর। তাদের মূল্য কমশঃ নিম্নমুখী হচ্ছে। এদিকে সোলানা ডিজিটাল এসেট ওয়ার্ল্ডের ভিসা হতে পারে বলে জানিয়েছে ব্যাংক অব আমেরিকা।
বাইনান্স কয়েন(BNB) গত সাত দিনের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। ৯ জানুয়ারি বাইনান্স কয়েনের মূল্য ছিল ৪৩০ যা গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন। আজ বাইনান্স কয়েনের সর্বোচ্চ মূল্য ছিল ৪৯১ মার্কিন ডলার।বাইনান্স একচেঞ্জ এ ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে টর্নেডো ক্যাশ এর। প্রায় ২৭% বৃদ্ধি পেয়েছে। এছাড়া কুইকসোয়াপ, পন্ড(মার্লিন), ক্রোমিয়া, হার্ভেস্ট ফাইনান্স এর মূল্য তুলনামূলক বেশি বৃদ্ধি পেয়েছে।
উঠতি বাজারের মধ্যেও বড় ধরনের মূ্ল্য হ্রাস পেয়েছে এনিসোয়াপের। এছাড়া জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি হারমোনি(ওয়ান) ও গ্লিমারের মূল্য হ্রাস পেয়েছে।
-
বিটকয়েন1 year ago
বিটকয়েন মাইনিং কি, বিটকয়েন মাইনিং কিভাবে শুরু করা যায়?
-
অল্টকয়েন1 year ago
হার্ডওয়্যার ওয়ালেট কি? সেইফপাল হার্ডওয়্যার ওয়ালেট রিভিউ
-
ইথেরিয়াম1 year ago
জিপিউ মাইনিং – ইথেরিয়াম মাইনিং
-
ক্রিপ্টোকারেন্সি সংবাদ1 year ago
৫৫০০ ডলারে NFT বিক্রি করলেন বলিউড অভিনেতা ভিশাল মালহোত্রা
-
ইথেরিয়াম1 year ago
মাইনিং লাভজনক কি? ইথেরিয়াম মাইনিং এর বিস্তারিত
-
অল্টকয়েন1 year ago
ডজকয়েন (DOGE)- নতুনদের জন্য গাইডলাইন
-
ক্রিপ্টোকারেন্সি সংবাদ1 year ago
জুলাই মাসে ৪১০০০ গ্রেস্কেল বিটকয়েন আনলক
-
ক্রিপ্টোকারেন্সি সংবাদ12 months ago
বিটকানেক্ট স্ক্যামে ৩ জনকে শাস্তি দিল SEC