ক্রিপ্টোকারেন্সি সংবাদ
এনএফটি মার্কেটে প্রবেশ করবে মুম্বাই ইন্ডিয়ান্স

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের দল রিলায়েন্সের মুম্বাই ইন্ডিয়ান্স সম্প্রতি এনএফটি মার্কেটে প্রবেশের কথা বলেছেন। সম্প্রতি এক মিটিংয়ে তারা এই সিদ্ধান্ত উপস্থাপন করে।
বিশ্বব্যাপী তাদের দলের ব্রান্ডভ্যালু বৃদ্ধি করার লক্ষে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের সেসকল ডিজিটাল সংগ্রহ রয়েছে এবং তারা যেসব ডিজিটাল সেবা দিয়ে থাকে সেগুলোকে এনএফটিতে রুপান্তরিত করার চেষ্টা করছে বলে জানিয়েছে।
আইপিএল এ অংশগ্রহনকারী অন্যান্য দলগুলোও তাদের ডিজিটাল সেবাগুলোকে এনএফটিতে রুপান্তরিত করার চেষ্টা করছে। তবে, শুধুমাত্র মুম্বাই ইন্ডিয়ান্স এক্ষেত্রে সরাসরি প্রস্তাব রেখেছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
এনএফটি মার্কেট ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বিশ্বব্যাপী এনএফটি মার্কেট বর্তমানে ১০ বিলিয়ন (২০২১) এর উপরে হলেও ধারনা করা হচ্ছে ২০৩০ সাল নাগাদ এইটা ২০০ বিলিয়ন ডলার অতিক্রমক করবে। সেজন্যই হয়ত বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলো এই দিকে ঝুকছে।
প্রসঙ্গত, মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল এর সবচেয়ে সফল দল যারা কিনা আইপিএল শিরোপা জিতেছেন ৫ বার।
এই বিষয়ে আরো আপডেট পেলে পরবর্তীতে এই পোস্ট আপডেট করা হবে।
সোর্স- আউটলুকইন্ডিয়া
-
বিটকয়েন2 years ago
বিটকয়েন মাইনিং কি, বিটকয়েন মাইনিং কিভাবে শুরু করা যায়?
-
অল্টকয়েন2 years ago
হার্ডওয়্যার ওয়ালেট কি? সেইফপাল হার্ডওয়্যার ওয়ালেট রিভিউ
-
ক্রিপ্টোকারেন্সি সংবাদ2 years ago
৫৫০০ ডলারে NFT বিক্রি করলেন বলিউড অভিনেতা ভিশাল মালহোত্রা
-
ইথেরিয়াম2 years ago
জিপিউ মাইনিং – ইথেরিয়াম মাইনিং
-
অল্টকয়েন2 years ago
ডজকয়েন (DOGE)- নতুনদের জন্য গাইডলাইন
-
ইথেরিয়াম2 years ago
মাইনিং লাভজনক কি? ইথেরিয়াম মাইনিং এর বিস্তারিত
-
বিটকয়েন2 years ago
বিটকয়েন ওয়ালেট কি, হোল্ড করতে কোন ওয়ালেট ব্যবহার করা উচিত?
-
ক্রিপ্টোকারেন্সি সংবাদ2 years ago
জুলাই মাসে ৪১০০০ গ্রেস্কেল বিটকয়েন আনলক