Connect with us

অল্টকয়েন

ইলন মাক্স টুইটার পরিচালনা বোর্ডে যুক্ত হবেনা

Published

on

Elon mask

টুইটার সিইও পারাগ আগারওয়াল বলেন ইলন মাক্স তাদের টুইটার পরিচালনা বোর্ডে যুক্ত হবেনা। মাক্স টুইটারের সবচেয়ে বড় শেয়ার হোল্ডার হওয়ার কারণে তার টুইটারের পরিচালনা বোর্ডে থাকা নিয়ে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়।

৩৭ বিলিয়ন ডলারের কোম্পানিতে ৯.২% অংশীদারিত্ব থাকা ইলন মাক্স গত সপ্তাহে বলেন তিনি টুইটারের পরিচালক বোর্ডে যুক্ত হচ্ছেন না। তিনি মনে করেন এটাই সবার জন্য ভালো।

পারাগ আগারওয়াল বলেন, ” তিনি বিশ্বাস করেন ইলন কোম্পানির একজন বিশ্বস্ত ব্যক্তি যেখানে তিনি সমস্ত বোর্ড সদস্যদের মতো কোম্পানির এবং সমস্ত শেয়ার হোল্ডারদের স্বার্থে কাজ করে যাবেন।”

তিনি আরো বলেন, ” ইলন এখনো তাদের সবচেয়ে বড় শেয়ার হোল্ডার এবং তার সকল মতামত সদরে গ্রহন করা হবে।”

শেয়ার হোল্ডাররা একটি কোম্পানির স্টকের কিছু অংশের মালিকানা রাখে। অন্যদিকে বড় শেয়ার হোল্ডাররা যেমন মাক্স কোম্পানি নিয়ন্ত্রণ এবং ব্যবসা পরিচালনা বিষয়ে ভোট দেয়ার অধিকার রাখে। এরই সাথে বড় শেয়ার হোল্ডারদের কোম্পানি পরিচালকদের বোর্ডে আসন বরাদ্দ থাকে।

গত সপ্তাহে তার টুইটার হোল্ডিংয়ের রিপোর্টের কারণে ক্রিপ্টো মার্কেটে অস্থায়ী স্পাইক তৈরি হয়েছে যার ফলে ডজকয়েনের দাম ১০% বৃদ্ধি পেয়েছে । যদিও, ক্রিপ্টো মার্কেট তার এই ঘোষণার উপর কোন তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখায়নি।

এরই সাথে গত সোমবার টুইটার শেয়ারের মূল্য ৫% হ্রাস পায়।

ডজকয়েনকে সর্বোচ্চ সমর্থনের কারণে অনেকেই ইলন মাক্সকে ডজফাদার বলেও অভিহিত করেন। টুইটারে তার টুইট মিম কয়েন ডজকয়েনকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায় যা ক্রিপ্টো মার্কেটে তার প্রভাবকে তুলে ধরে।

Continue Reading
Advertisement
Click to comment

মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং পোস্ট

Copyright 2021-23. All rights reserved © coinalap.com

আমাদের সংবাদ সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন।