ইউকে তে যে কোন ধরনের ক্রিপ্টোকারেন্সি এটিএম বুথকে অবৈধ ঘোষণা করল
সম্প্রতি ইউনাইটেড কিংডমের অর্থনীতি নিয়ন্ত্রক সংস্থা (FCA) দেশটিতে কোন ধরনের ক্রিপ্টোকারেন্সি এটিএম বুথ পরিচালনা করতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
তবে FCA এই কথাও বলেন যে, ক্রিপ্টোকারেন্সি এটিএম স্থাপন করতে হলে তাদের অনুমতি নিতে হবে এবং মানি লন্ডারিং প্রতিরোধের সকল নিয়ম কানুন মেনে চলতে হবে।
বর্তমানে দেশটিতে ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়িক লাইসেন্সপ্রাপ্ত ২৭ টি ক্রিপ্টোকারেন্সি এটিএম বুথের কোনটিই নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক অনুমোদিত নয় বলে সকম এটিএম বুথকে অবৈধ বলে ঘোষনা করা হয়। দেশটিতে বর্তমানে সর্বমোট ৮১ টি ক্রিপ্টোকারেন্সি এটিএম বুথ রয়েছে।
FCA রেফারেন্স হিসেবে গিদিপ্লাসকে দেখান যারা ক্রিপ্টোকারেন্সি এটিএম বুথের জন্য আবেদন করে নাকচ হওয়া সত্ত্বেও এটিএম বুথ পরিচালনা করছেন।
গিদিপ্লাস ক্রিপ্টো ফার্মটি আদালতে আপিল করলেও সেটা আদালত নাকচ করে দেন এবং জানান, তাদের ব্যবসায়িক নীতিমালায় অনেক কিছুই স্পষ্ট নয়।
এখন পর্যন্ত ৭১০৬ টি প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি ব্যবসা করার জন্য আবেদন করে যার মধ্যে মাত্র ২৭ টি প্রতিষ্ঠান অনুমোদন পায়।
বর্তমানে প্রায় ৩৪০০০ ক্রিপ্টোকারেন্সি এটিএম রয়েছে সারাবিশ্বে।