Connect with us

গাইডলাইন

অনলাইন জব করে ক্রিপ্টোকারেন্সি ইনকাম করুন

Published

on

অনলাইন জব

সম্প্রতি অনলাইন জব এর চাহিদা বৃদ্ধি পেয়েছে ব্যাপকভাবে। যদিও কোভিড-১৯ প্রাক্কালে অনলাইন জবের চাহিদা বৃদ্ধি পেয়েছে খুব বেশি, এর আগে থেকেই মানুষ অনলাইন জবের প্রতি ঝুঁকেছিল। ক্রমান্বয়ে, অনলাইন জব এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং ধারণা করা হচ্ছে অদূর ভবিষ্যতে বেশিরভাগ জব অনলাইন কেন্দ্রিক হয়ে যাবে। সেক্ষেত্রে, যারা ইন্টারনেট দুনিয়ার সাথে খুব বেশি পরিচিত নয়, তাদের হয়ত ভবিষ্যতে জব নিয়ে ঝামেলা পোহাতে হবে।

এই আর্টিকেলে আমরা শেয়ার করব এমন কিছু অনলাইন জব যেগুলো বেশিরভাগ মানুষ অতি সাধারণ কিছু দক্ষতা থাকলেই করতে পারবেন এবং বিনিময়ে ক্রিপ্টোকারেন্সি ইনকাম করতে পারবেন। যারা ক্রিপ্টোকারেন্সি থেকে কিভাবে টাকা পাবেন সেটা জানেন না, তারা দেখে নিতে পারেন আমাদের বিটকয়েন থেকে বিকাশ আর্টিকেলটি।

ক্রিপ্টোকারেন্সি জগতে অনলাইন জব

ক্রিপ্টোকারেন্সি জগত অনেক বিশাল। দক্ষতাভেদে এইখানে আপনি বিভিন্ন ধরনের অনলাইন জব করতে পারেন। নিচে আমরা কমন কিছু অনলাইন জব এর তালিকা তুলে ধরলাম।

কম্যুনিটি ম্যানেজার

যারা ক্রিপ্টোকারেন্সি জগতে পুরাতন, তাদের জন্য এই নামটি হতে পারে খুবই কমন। যাই হোক, যারা নতুন তাদের জন্যই আমাদের এই আর্টিকেল, তাই আমি বিস্তারিত শেয়ার করছি। ক্রিপ্টোকারেন্সির বিভিন্ন প্রজেক্টগুলোর টেলিগ্রাম কিংবা ডিসকর্ড চ্যানেল কিংবা গ্রুপ থাকে যেখানে তাদের কম্যুনিটি মেম্বাররা প্রজেক্টের বিভিন্ন কিছু আলোচনা করে থাকে। পাশাপাশি অনেকেই বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করে থাকে। একজন কম্যুনিটি ম্যানেজার এর কাজ হল কম্যুনিটি মেম্বারদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া এবং তাদের প্রয়োজনীয় সাপোর্ট দেয়া। এছাড়াও, প্রজেক্টের বিভিন্ন আপডেট চ্যানেলে শেয়ার করা। পাশাপাশি, কেউ কোন অপ্রয়োজনীয় স্পাম পোস্ট করলে সেগুলো ডিলিট করা।
এই কাজের জন্য আপনার বিশেষ কোন জ্ঞানের দরকার নেই। ইংরেজিতে আপনার ভালো দক্ষতা থাকা লাগবে আর জানতে হবে কিভাবে টেলিগ্রাম কিংবা ডিসকর্ড গ্রুপ/চ্যানেল ম্যানেজ করতে হয়। এইগুলো খুবই সহজ। আর আপনি যে প্রজেক্টে কাজ করবেন সে প্রজেক্ট সম্পর্কে ব্যাসিক জেনে নেয়া। যদিও, বেশিরভাগ প্রজেক্টের আলাদা FAQ তৈরী করা থাকে যেগুলো কম্যুনিটি ম্যানেজাররা ব্যবহার করতে পারেন।
এই কাজের ইনকাম কেমন হবে সেটা আসলে নির্ভর করে আপনি যে প্রজেক্টের সাথে কাজ করছেন তাদের উপর। যদিও আপনার নিজের দক্ষতা এবং পারিশ্রমিক অনুযায়ী আপনি যে কোন পেমেন্ট দাবী করতে পারেন। যাই হোক, নতুনরা সপ্তাহে ৮০ থেকে ১০০ ডলারের বেশি অফার না করাই ভালো, সেক্ষেত্রে কাজ পাওয়ার সম্ভাবনা কমে যাবে। তবে, যারা এইসবে খুবই দক্ষ এবং যাদের পূর্বে কাজের অভিজ্ঞতা রয়েছে অনেক, তারা অনায়াসে মাসে ১০০০ ডলার পেমেন্ট নিতে পারবেন।

কিভাবে কাজ পাবেন?

এই জায়গায় সবাই আটকে যায়। ক্রিপ্টোকারেন্সি জগতে কম্যুনিটি ম্যানেজার খুব কমন একটা অনলাইন জব। খুব সহজেই খুজে পাওয়ার মত জব এইটা। আমি আমার অভিজ্ঞতা থেকে কিছু টিপস শেয়ার করব। প্রথমত, আপনাকে নতুন প্রজেক্ট খুজে বের করতে হবে যেগুলোতে কম্যুনিটি ম্যানেজার নেই কিংবা থাকলেও এক্টিভ না। আপনি সেসব গ্রুপে জয়েন করে যদি কেউ কোন প্রশ্ন জিজ্ঞাসা করে তাদেরকে নিজে থেকে সাপোর্ট দেয়ার চেষ্টা করুন। এতে, প্রজেক্টের মালিকের সাথে আপনার খুব ভালো সম্পর্ক গরে উঠবে এবং আপনি অনায়াসেই কিছুদিন পরে তাকে আপনার ইচ্ছের কথা বলতে পারবেন। দেখুন, এইটা প্রফেশনাল পথ না কিন্তু এইসব ক্ষেত্রে, এইটা খুব বেশি কার্যকরী, আমি নিজেও কম্যুনিটি ম্যানেজার এর কাজ পেয়েছি ঠিক একই ভাবে। তবে সব প্রজেক্ট এক না। বিভিন্ন প্রজেক্ট আগে থেকেই কম্যুনিটি ম্যানেজার ঠিক করে রাখে। সেক্ষেত্রে, আপনাকে বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ খুজতে হবে। আর্টিকেলের পরের অংশে অনলাইন জব খুজে পাওয়ার মত কিছু মার্কেটপ্লেস শেয়ার করা হবে।
এইখানে আমি আর একটি টিপস শেয়ার করলাম। যেহেতু আপনি একটা গ্লোবাল কম্যুনিটি ম্যানেজ করতে চাচ্ছেন, আপনি নিশ্চয়ই জানেন তাদেরকে সার্বক্ষণিক সেবা দিতে হবে। মানে, ২৪ ঘন্টা এক্টিভ থাকতে হবে। প্রজেক্টগুলো অবশ্য টাইমজোন হিসেব করে কম্যুনিটি ম্যানেজার হায়ার করে। হতে পারে, ঘন্টা কিংবা ৮ ঘন্টার স্লট। এক্ষেত্রে, আপনি যদি একটা টিম বিল্ড করতে পারেন যাদেরকে নিয়ে আপনি একটা গ্রুপে ২৪ ঘন্টা সেবা দিতে পারবেন, সেটা আপনার কাজ পাওয়ার ক্ষেত্রে খুবই কাজে দিবে।

কন্টেন্ট ক্রিয়েটর

বেশিরভাগ ক্রিপ্টোকারেন্সি প্রজেক্টের রয়েছে নিজস্ব ব্লগ যেখানে তারা প্রজেক্টের বিভিন্ন কিছু নিয়ে আর্টিকেল প্রকাশ করে থাকে যেন বিনিয়োগকারীরা সকল তথ্য খুব সহজেই খুজে পায়। এছাড়াও, প্রজেক্টের বিভিন্ন আপডেট নিয়ে সাপ্তাহিক কিংবা মাসিক আর্টিকেল প্রকাশ করে থাকে। আপনার যদি ইংরেজি দক্ষতা ভালো হয় এবং আপনি যদি আর্টিকেল লিখতে পারেন, তাহলে আপনি আপনার এই দক্ষতা কাজে লাগিয়ে বিভিন্ন প্রজেক্টকে এই সেবা দিতে পারেন। ক্রিপ্টোকারেন্সি প্রজেক্টগুলো অবশ্য এই অনলাইন জবকে অনেক সময় পি.আর ম্যানেজার হিসেবেও ধরে নেয়। এক্ষেত্রে, আপনি নিজেদের ব্লগে আর্টিকেল লেখার পাশাপাশি, অন্যান্য নামিদামী ওয়েবসাইটে আর্টিকেল পাবলিশ করার দায়িত্ব পালন করবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ম্যানেজ করা

সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক কিংবা টুইটারে ক্রিপ্টোকারেন্সি প্রজেক্টগুলো তাদের প্রজেক্টের আপডেট নিয়মিত দিয়ে থাকে। মানুষকে তাদের প্রজেক্টে আকৃষ্ট করার জন্য এবং আরো বেশি মানুষের কাছে তাদের প্রজেক্টের উপস্থিতি জানান দিতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা সবসময় এক্টিভ থাকে। তবে, বেশিরভাগ প্রজেক্ট কিন্তু এইসব আউটসোর্স করে থাকে। আপনার যদি পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে আপনি খুব সহজেই কাজ নিতে পারবেন। এইসব কাজের জন্য অবশ্য গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে মোটামুটি জানা থাকলে ভালো সুবিধা পাওয়া যায়।

অনলাইন মার্কেটিং জব

প্রতিটা ক্রিপ্টোকারেন্সি প্রজেক্টের মার্কেটিং একটা অপরিহার্য অংশ। প্রজেক্ট যখন সম্পূর্ণ নতুন হিসেবে শুরু করে, তখন তাদের প্রয়োজন হয় টিম বিল্ড আপ করার। প্রতিটা টিমেই মার্কেটিং এর জন্য আলাদা লোক থাকে মার্কেটিং ম্যানেজার কিংবা চীফ মার্কেটিং অফিসার নামে। আপনার যদি মার্কেটিং ম্যানেজার হিসেবে ভালো স্কিল থেকে থাকে তাহলে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন সুন্দর একটা সি.ভি সহ। এক্ষেত্রে, লিংকডীন খুব ভালো কাজে দেয়। লিংকডিনে আপনার একটা সুন্দর প্রফাইল তৈরী করুন এবং বিভিন্ন প্রজেক্টের ফাউন্ডারদের সাথে যোগাযোগের চেষ্টা করুন। তবে, এইক্ষেত্রে, বেশিরভাগ সময় আপনাকে বিনা বেতনে খাটা লাগতে পারে কারণ আপনি আসলে বেশিরভাগ সময় স্টার্টআপ প্রজেক্টের সাথেই কাজ করবেন।

এছাড়াও, আরো অনেক অনলাইন জব রয়েছে যেগুলো করতে হলে আপনাকে বিশেষ স্কিল জানতে হবে। যেমন- ব্লকচেইন ডেভেলপার, প্রোগ্রামার, গ্রাফিক্স ডিজাইনার কিংবা অন্যান্য যে কোন স্কিল যেগুলো অনলাইন জব এর জন্য প্রয়োগ করা যায়।

অনলাইন জব ওয়েবসাইট তালিকা

ক্রিপ্টোকারেন্সি ভিত্তিক অনলাইন জব খুজে পেতে হলে আপনি সাধারণ ফ্রিলান্সিং প্ল্যাটফর্ম ওয়েবসাইট এর পাশাপাশি অন্যান্য কিছু ওয়েবসাইট দেখতে হবে। কারণ, যেসব অনলাইন জব এ শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট করে, সেগুলোর তালিকার জন্য রয়েছে আলাদা ওয়েবসাইট।
১। ক্রিপ্টোজবস লিস্ট
২। ক্রিপ্টো জবস
৩। ক্রিপ্টোকারেন্সি জবস

তবে, এইসব সাইট ছাড়াও আপনি বিটকয়েনটক, লিংকডিন এবং রেডিটে পেতে পারেন ক্রিপ্টোকারেন্সি ভিত্তিক অনলাইন জব। এইটা অনেক ছোট তালিকা, আমাদের এই তালিকা পরবর্তীতে আপডেট করা হবে সবসময়।

Continue Reading
Advertisement
Click to comment

মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং পোস্ট

Copyright 2021-23. All rights reserved © coinalap.com

আমাদের সংবাদ সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন।